শুভ্র বরফের দখলে যুক্তরাষ্ট্রের দুই রাজ্য
তুষার ঝড়ে বদলে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দুই রাজ্য ফ্লোরিডা ও লুইজিয়ানা। কয়েকজনের প্রাণহানির শোক ও বিমানবন্দর সাময়িকভাবে বন্ধের সময়েও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ ছাড়েননি অনেকেই। দেখুন ছবিঘরে...
স্নো বল দিয়ে খেলা
তীব্র তুষারপাতের কারণে বাড়ির সামনে জমেছে বরফ। আর বরফ দিয়ে বল বানিয়েই অ্যালবামাতে খেলায় মেতে উঠেছে দুই কিশোরী।
এমন তুষার অনেকেই আর দেখেননি
ফ্লোরিডার টালাহ্যাসেতে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছেন লীনা রোহাস। ২০১৮ থেকে এলাকাটিতে কখনো এমন তুষারপাত দেখেননি। লীনা বলেন "আমি আসলে বুঝতে পারছি না এটাকে কি বলবো।" ঠান্ডা থেকে বাঁচতে দুইজনই আপাদমস্তক শীতের পোশাকে আবৃত হয়ে বের হয়েছেন।
বিচিত্র সব খেলার আয়োজন
বরফের কারণে মানুষ কিন্তু গৃহবন্দি হয়ে থাকছেন না! বাইরে যাচ্ছেন নানা ধরনের খেলার সরঞ্জাম নিয়ে। সুইমিংপুলে ও সমুদ্রে ভেসে থাকার রিং নিয়ে মাঠে হেঁটে যেতে দেখা যাচ্ছে কয়েকজনকে। গ্রীষ্মকালে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হোয়াইট স্যান্ড বিচের সৈকতগুলোও ছেয়ে আছে বরফে।
উইন্টার ওয়ান্ডারল্যান্ড
তুষারপাতের কারণে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার পরিণত হয়েছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড-এ। এক দশকেরও আগে শেষবারের মতো তুষার পড়েছিল নিউ অরলিন্সে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে এক পোস্টে লিখেছে, "ওয়াও, কী চমৎকার তুষারের দিন!"
স্লেজিং, স্কি... বাদ যাচ্ছে না কিছুই
নিউ অরলিন্সের বারবান স্ট্রিট পরিণত হয়েছে স্থানীয়দের জন্য স্কি খেলার জায়গায়। এমনকি গির্জার বাইরেও স্নো বল নিয়ে খেলায় মেতেছেন যাজক ও সন্যাসিনীরা। অনেকেই আবার বরফে ঢাকা মিসিসিপি নদীতে কায়াকও করছেন।
এসএইচ/এসিবি (এপি, রয়টার্স)