শিশু যৌন নির্যাতনের মামলায় ফরাসি সার্জনের বিচার শুরু
১৮ ফেব্রুয়ারি ২০২৫ফরাসি পুলিশ জানিয়েছিল, তল্লাশিতে তারা একটি ইলেকট্রনিক ডায়েরিও উদ্ধার করেছে। এই ডাইরিতে প্রায় তিন দশক ধরে এই অঞ্চলের হাসপাতালগুলোতে শত শত তরুণ রোগীর ওপর তার ধর্ষণ এবং যৌন নির্যাতনের বিবরণ লিপিবদ্ধ করা আছে।
২০২০ সালে ল্য স্কুয়ার্নেককে তার শিশু প্রতিবেশী, তার দুই ভাগ্নী এবং চার বছর বয়সি এক রোগীকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের জন্য ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে তার ফাইলে রেকর্ড করা ভুক্তভোগীদের বিষয়ে তদন্ত অব্যাহত ছিল। তদন্ত শেষে প্রসিকিউটররা তার বিরুদ্ধে ২৯৯ জনকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এদের মধ্যে অনেকেই শিশু ছিলেন এবং এদের কয়েকজনকে নির্যাতনের সময় অজ্ঞান করা হয়েছিল।
২৪শে ফেব্রুয়ারি ৭৪ বছর বয়সী লে স্কুয়ারনেককে ফ্রান্সের সর্ববৃহৎ শিশু যৌন নির্যাতন মামলায় এই অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে।
প্রসিকিউটররা বলছেন যে ল্য স্কুয়ার্নেক তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগ তিনি তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন। বিচারের আগে তার আইনজীবীরা কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এই বিচারকাজ এমন এক সময়ে শুরু হচ্ছে, যখন ফ্রান্সে যৌন অপরাধের বিচার নিয়ে তোলপাড় চলছে। ডোমিনিক পেলিকট নামে এক ব্যক্তি তার স্ত্রীকে মাদক খাইয়ে কয়েক ডজন পুরুষকে বাড়িতে আমন্ত্রণ জানান তাকে ধর্ষণের জন্য। এই অভিযোগে ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন পেলিকট। বিশ্বকে হতবাক করে দেওয়া এই মামলায় আরও পঞ্চাশজন পুরুষকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ভুক্তভোগী এবং অধিকার গোষ্ঠীগুলো বলছে ল্য স্কুয়ার্নেকের মামলা ফ্রান্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়েও অনেক প্রশ্নের জন্ম দিবে। ২০০৫ সালে শিশু পর্নোগ্রাফির জন্য দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও ২০১৭ সালে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সরকারি হাসপাতালে কাজ চালিয়ে যান ল্য স্কুয়ার্নেক।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে বার্তাসংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মামলার বাদি ফ্রাঁসোয়া ১২ বছর বয়সে ল্য স্কুয়ার্নেকের দ্বারা নির্যাতিত হওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, "আমি বুঝতে পারি যে এই সার্জনের কাছে আমার অস্ত্রোপচার করানো উচিত হয়নি। আমি কর্তৃপক্ষের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে অনুভব করছি। কেন কেউ এই সার্জনকে শিশুদের সঙ্গে কাজ করতে নিষেধ করেনি?"
২০১৭ সালে ল্য স্কুয়ার্নেকের ডায়েরি আবিষ্কারের পর তদন্তকারীরা হাসপাতালের রেকর্ডের সঙ্গে ডায়েরির বর্ণনা মিলিয়ে সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করতে শুরু করেন। অনেক রোগীকে অ্যানেস্থেসিয়া দেয়া হয়েছিল বলে সবকিছু তাদের মনে নেই। তবে আদালতের নথি অনুসারে মনোরোগ বিশেষজ্ঞরা ভুক্তভোগীদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেসের লক্ষণগুলো নথিভুক্ত করেছেন।
২০০৭ সালে ম্যাথিস ভিনেটের বয়স ছিল ১০ বছর। পেটে ব্যথা থাকায় কিম্পেরলে হাসপাতালে তাকে নিয়ে যান তার বাবা এবং দাদা।
৭৮ বছর বয়সি দাদা রোল্যান্ড ভিনেটেরে মনে আছে যে তিনি ল্য স্কুয়ার্নেকের সঙ্গে দেখা করেছিলেন। রয়টার্সকে তিনি বলেন, রাতে ম্যাথিসকে হাসপাতালে একা রাখার ব্যাপারে তার মনে অন্য কোনো চিন্তা আসেনি।
আদালতের নথি অনুসারে, ডায়েরিতে সেই দিন এবং তার পরেরদিন একটি ছোট ছেলেকে যৌন নির্যাতন এবং যৌনাঙ্গে অনুপযুক্ত স্পর্শের ব্যাপার লিপিবদ্ধ করে গেছেন ল্য স্কুয়ার্নেক।
ভিনেট জানিয়েছেন, হাসপাতাল থেকে ফেরার পর ম্যাথিস আর আগের মতো ছিলেন না। পরবর্তী জীবনে তিনি মদ্যপান এবং মাদকাসক্তিতে ডুবে যান। পুলিশের কাছ থেকে নানা তথ্য জানার পর তার মনে আবার সেই নির্যাতনের স্মৃতি ফিরে আসে। এর তিন বছর পর ২০২১ সালে অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মাত্র ২৪ বছর বয়সে মারা যান ম্যাথিস।
মামলার বাদি ভিনেট এবং তার স্ত্রী মনে করেন, ম্যাথিস আত্মহত্যা করেছেন। তারা তাদের নাতির মৃত্যুর জন্য ল্য স্কুয়ার্নেককেই দোষী মনে করেন।
এডিকে/এসিবি (রয়টার্স)