শাহরুখের জওয়ান: কলকাতায় ভোর পাঁচটার শো-তেও উন্মাদনা ভক্তদের
পাঠানের পর এবার জওয়ান। শাহরুখ খানের নতুন ছবি দেখার উন্মাদনা আরো বাড়লো। সকাল পাঁচটায় শো শুরু হলো।
রেকর্ড করলো জওয়ান
কলকাতায় শুরুতেই রেকর্ড করে ফেললো শাহরুখ খানের জওয়ান। সল্টলেকের পাশে কলকাতার নতুন স্মার্ট সিটি নিউটাউনের মিরাজ সিনেমাহলে জওয়ানের শো শুরু হলো ভোর পাঁচটায়। এত আগে শহরে নিয়মিত শো-র রেকর্ড নেই। গতবার পাঠানের শো শুরু হয়েছিল ৬টা ৪৫ মিনিটে।
শো শুরু হতেই
হলের ভিতরের ছবিটাও ছিল চমকপ্রদ। শাহরুখকে যখন পর্দায় প্রথম দেখা গেল, তখন গোটা হল ফেটে পড়েছে উল্লাসে। এই সিনেমায় দক্ষিণের দুই অভিনেতা ও অভিনেত্রী আছেন। নয়নচারা ও বিজয় সেতুপতি। এই দুজনকে দেখেও প্রবল হাততালি, সিটি, আওয়াজের বন্যা বয়ে গেল। দীপিকা পাড়ুকোনের দেখা পেতেই উল্লাসে ফেটে পড়লো প্রেক্ষাগৃহ। গোটা সিনেমা জুড়ে থাকলো শাহরুখ ভক্তদের এই আবেগের বিস্ফোরণ।
হলের ভিতর নাচ
জওয়ানের গান আগেই রিলিজ হয়েছে। জনপ্রিয়ও হয়েছে। সেই গান শুরু হতেই হলের ভিতরে নাচ শুরু হলো।
২২৫ দিন পর
পাঠান রিলিজ হওয়ার ২২৫ দিন পর এলো জওয়ান। পাঠান নিয়ে শাহরুখ-ভক্তদের যতটা উন্মাদনা ছিল, জওয়ান নিয়ে তার থেকে বেশি উন্মাদনা দেখা দিয়েছে। সেজন্যই ভোর পাঁচটায় প্রথম শো রেখেছেন মিরাজ সিনেমাজ-এর কর্তারা। তারা জানিয়েছেন, শাহরুখের এই সিনেমার সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে, তাদের হলগুলিতে। তাই তারা সময় এগিয়ে এনেছেন।
হাউস ফুল
অত সকালের শো-ও হাউসফুল। বৃষ্টি পড়ছে। তার মধ্যেও শাহরুখ-ভক্তরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে হলে ঢুকেছেন। ভক্তরা এসেছেন দূরদূরান্ত থেকে। দমদম, কামারহাটির পাশাপাশি প্রায় উল্টো মেরুতে থাকা মেটিয়াবুরুজ থেকেও মানুষ এসেছেন প্রথম দিনের প্রথম শো-তে শাহরুখের নতুন সিনেমা দেখতে। সব হলেই ছবিটা একই।
একাধিক ভাষায়
জওয়ান শুধু হিন্দিতে নয়, তামিল, তেলুগুতেও হয়েছে। দক্ষিণ ভারতের অভিনেতা ও অভিনেত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। অভিনেতা ও অভিনেত্রীদের বিপুল পরিমাণ অর্থও দেয়া হয়েছে। ফার্স্টপোস্ট জানিয়েছে, নয়নতারা তার এই প্রথম হিন্দি ছবির জন্য ১০ কোটি টাকা পেয়েছেন। প্রথম দিনে উত্তর ভারতের সব হলে জওয়ান হাউসফুল বলে জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া।
ভক্তরা খুশি
ভোর পাঁচটার শো-ও হাউসফুল। শাহরুখ ভক্তরা বলেছেন, মধ্যরাতের পর শো থাকলেও তারা এভাবেই দেখতেন। বলিউডের বেতাজ বাদশার জন্য এতটাই আবেগ ও উন্মাদনা রয়েছে তাদের মধ্য়ে। বলা যেতে পারে শাহরুখের নতুন ছবি ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে।
নারী ভক্তদের সেলফি
ভোরের শোতে দেখা গেছে শাহরুখের নারী ভক্তরা বিপুল সংখ্যায় এসেছেন। শাহরুখের সিনেমার পোস্টারের সামনে সেলফি তুলেছেন। বিভিন্ন ভঙ্গিমায়।
ছেলেরাও পিছনে নেই
সেলফি তোলার ক্ষেত্রে ছেলেরাও পিছিয়ে নেই। কলকাতার হলগুলিতে প্রথম দিনে এই সেলফি তোলার ছবি বারবার ধরা পড়লো।
শাহরুখের টি শার্ট পরে
শাহরুখ ভক্তদের এই দলটি সিনেমা দেখতে এসেছে বিশেষ টি শার্ট পরে। তাদের প্রত্যেকের ইচ্ছে ছিল, রিলিজ হওয়ার পর প্রথম দিনেই সিনেমাটি দেখার। সেই ইচ্ছে পূর্ণ হয়েছে।
বক্স অফিসের সাফল্য
বলা হচ্ছে, জওয়ান হলো তিনশ কোটি টাকার সিনেমা। কলকাতা থেকেই প্রথম সপ্তাহে সাড়ে তিন কোটি টাকা উঠে যেতে পারে। আর ভারত ও বিদেশ মিলিয়ে প্রথম সপ্তাহে তিনশ কোটির উপর আয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।