শার্লি এব্দো বিতর্ক এবার সিঙ্গাপুরে
২ নভেম্বর ২০২১সিঙ্গাপুরের সাংবাদিক চেরিয়ান জর্জ সম্প্রতি একটি বই লিখেছিলেন। সেখানে ছবি এঁকেছিলেন কার্টুনিস্ট সনি লিউ। বইয়ের নাম 'রেড লাইনস: পলিটিক্যাল কার্টুনস অ্যান্ড দ্য স্ট্রাগল এগেইনস্ট সেনসরশিপ'। সেনসরশিপের হাতে আটকে যাওয়া একাধিক বিষয় এবং ঘটনা নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। সেই সূত্রেই সেখানে শার্লি এব্দোর ঘটনা উল্লেখ করা হয়েছিল। শুধু তা-ই নয়, বিষয়টি ব্যাখ্যা করার জন্য শার্লি এব্দোর বিতর্কিত ব্যাঙ্গচিত্রও ওই বইয়ে নতুন করে ছাপা হয়েছিল। অর্থাৎ, মহানবীর (সা.) ব্যাঙ্গচিত্র।
শার্লি এব্দোর ওই ব্যাঙ্গচিত্র প্রকাশিত হওয়ার পর গোটা পৃথিবীতে তা নিয়ে আলোচনা হয়েছিল। ফ্রান্সে শার্লি এব্দোর দপ্তরে হামলা চালিয়েছিল একটি ইসলামিক গোষ্ঠী। বহু মানুষের মৃত্যু হয়েছিল। বিতর্ক সেখানেই থেমে থাকেনি। ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ মতপ্রকাশের স্বাধীনতার কথা বলতে গিয়ে মুসলিম বিশ্বে সমালোচিত হয়েছিলেন। কিছুদিন আগে সেই ফ্রান্সেই খুন হয়েছেন এক শিক্ষক। তিনিও স্কুলে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে পড়াতে গিয়ে শার্লি এব্দোর কার্টুন দেখিয়েছিলেন।
বিতর্কিত সেই ব্যাঙ্গচিত্র বইটিতে স্থান পাওয়ায় সিঙ্গাপুরেও বিতর্ক শুরু হয়েছিল। শেষপর্যন্ত সিঙ্গাপুরের প্রশাসন জানিয়েছে, বইটিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, সিঙ্গাপুরের আইন কোনো ধর্মের বিরুদ্ধেই ব্যাঙ্গের অধিকার দেয় না। ফলে বইটি বিক্রির অনুমতি দেওয়া সম্ভব নয়। এ ধরনের কাজ করলে পাঁচ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। জেল হতে পারে এক বছর পর্যন্ত।
বইটিতে হিন্দু এবং খ্রিস্টানদের নিয়েও অবমাননাকর কথা বলা হয়েছে বলে দাবি সিঙ্গাপুর প্রশাসনের। নিষিদ্ধ ঘোষণার পর বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি লেখক। তবে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে কোনো কোনো মহলে।
এসজি/জিএইচ (এএফপি, ডিপিএ)