শহরে গোখরা ধরতে জার্মান পুলিশ, গোয়েন্দা!
২৭ আগস্ট ২০১৯এমন পরিস্থিতিতে মনে হতে পারে, ভয়ঙ্কর এক খুনি পালিয়েছে কারাগার ভেঙে৷ কিন্তু কথা হলো, এক গোখরা সাপেই জার্মানির এই কাণ্ড!
জার্মানির হের্নে শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা-জানালা ভালো করে বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছেন৷ তবে সাপটি এখন কোথায় অবস্থান করছে, সে বিষয়ে কোনো তথ্য নেই কারো কাছে৷
তবে পুলিশের ধারণা, সাপটি এখনও হের্নে শহরেই আছে৷
শহরের একটি বাসা থেকে রোববার গোখরাটি পালিয়ে যায়৷ খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী চারটি বাড়ি থেকে ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়৷ এরপর বাসাগুলোর একটিতে গোখরাটিকে দেখা গেলেও আটক করা সম্ভব হয়নি৷৷
শুধু পুলিশ নয়, মাঠে নেমেছেন প্রাণী বিশেষজ্ঞ গোয়েন্দারাও৷ তাদের আশা, আশেপাশের এলাকা জরিপ করে সাপটি কোনদিকে গেছে, তা তারা খুঁজে বের করতে পারবেন৷ এমনকি বিভিন্ন স্থানে আঠালো টেপ লাগিয়ে গোখরাকে আটকে ফেলার চিন্তাও করছেন তারা৷
সাপটি কিভাবে ছাড়া পেলো, তা অবশ্য এখনও জানা যায়নি৷
এডিকে/ (এপি, ডিপিএ)