রোহিঙ্গা শরণার্থীদের জন্য জার্মান সহায়তা
১৫ অক্টোবর ২০০৯বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের উন্নয়নের জন্য ৪ লাখ ৩১ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষনা দিয়েছে জার্মানি৷ কক্সবাজারে শরণার্থী ক্যাম্পের আবাসন ব্যবস্থা , স্কুল এবং ক্যাম্পের বাইরে বসবাসরত শরণার্থীদের উন্নয়নে এই অর্থ ব্যয় হবে৷
জার্মান সরকার এই অর্থ বরাদ্দের ঘোষণা যখন দিল তখন জার্মান মানবাধিকার কমিশনার গুন্টার নোকে ইউরোপীয় ইউনিয়নের অন্য দু'জন মানবাধিকার দূতের সঙ্গে ঢাকা সফর করছেন৷ জার্মানি ,ডেনমার্ক ও নেদারল্যান্ডস-এর তিন ইউরোপীয় দূত গত মঙ্গলবার ঢাকা সফরে আসেন৷ বৃহস্পতিবার তাদের সফর শেষ হয়েছে৷ তারা কক্সবাজার এলাকায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন৷
রোহিঙ্গা শরণার্থীদের জন্য এই অর্থ বরাদ্দে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি সাবের আযম৷ তিনি বলেন এতে শুধুমাত্র উদ্বাস্তু রোঙ্গিরাই উপকৃত হবেনা তাদের যারা দুই দশক ধরে আশ্রয় দিয়েছেন সেই বাংলাদেশীরাও উপকৃত হবেন৷ বাংলাদেশে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা উদ্বাস্তু বসবাস করছেন৷ যদিও তাদের মধ্যে ২৭ হাজার তালিকাভূক্ত৷
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার দূতরা বাংলাদেশে সফরকালে প্রধান মন্ত্রী, পরারাষ্ট্র মন্ত্রী, আইন মন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তারা রোহিঙ্গা শরণার্থী বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেন৷
তারা বাংলাদেশে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন৷ বিচার বহির্ভূত হত্যাকান্ডের ব্যাপারে ইউরোপীয় মানবাধিকার দূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন করেনা৷ আর এধরণের অভিযোগের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক