রোহিঙ্গা নিয়ে কী বলছেন বিশ্ব নেতারা?
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্যতম অ্যাজেন্ডা রোহিঙ্গা ইস্যু৷ অধিবেশনের পাশাপাশি চলা বিভিন্ন সেমিনারে ইতোমধ্যে এ নিয়ে কথা বলছেন বিশ্ব নেতারা৷
দ্রুত সমাধান চান মাহাথির
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ৷ এটি একটি আন্তর্জাতিক ইস্যু বলে মন্তব্য করেন তিনি৷
টেকসই প্রত্যাবাসন চায় চীন
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন নিরাপদে ও স্থায়ীভাবে নিজ দেশে বাস করতে পারে সে পরিস্থিতি চায় চীন৷ বাংলাদেশ ও মিয়ানমারের কূটনীতিকদের সাথে এক আলোচনা শেষে গণমাধ্যমকে একথা জানান চীনের কূটনীতিকরা৷
আলাদা জমির দাবি
রোহিঙ্গাদের জন্য শিবির বানিয়ে দিতে বাংলাদেশের কাছে জমি বরাদ্দের দাবি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু৷ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের সমস্যার বোঝা বহনের আহ্বানও জানান তিনি৷ তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশের কাছে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প তৈরি করতে জমি বরাদ্দ চেয়েছি৷ আমরা তুরস্কে অবস্থানরত সিরিয়ার শরণার্থীদের জন্য শিবির তৈরি করেছি যা এখন বিশ্বের সবচেয়ে ভালো শিবির৷’’
ত্রিপাক্ষিক কমিটি গঠনের প্রস্তাব
রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে নিজেদের যুক্ত করে ত্রিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছে চীন৷ এ লক্ষে তারা বাংলাদেশ ও মিয়ানমারের কূটনীতিকদের সাথে একটি আলোচনা সভাও করেছে৷
সুনির্দিষ্ট প্রস্তাব শেখ হাসিনার
রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ে চারটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এর মধ্যে রয়েছে, জাতিগত নিধন বন্ধ করা, রাখাইনে ‘সেফ জোন’ গড়ে তোলা ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পুনর্বাসন নিশ্চিত করা৷ শুক্রবার সাধারণ পরিষদের সভায় এ প্রস্তাব বিশ্ব নেতাদের সামনে তুলে ধরার কথা শেখ হাসিনার৷
আরআর/এসিবি (বাংলা ট্রিবিউন, জিনহুয়া, বিবিসি)