রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদের বাড়িতে সিবিআই তল্লাশি
রোববার সিবিআই তল্লাশি চালালো রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী মদন মিত্র ও পুরকর্তাদের বাড়িতে।
কেন এই তল্লাশি?
সিবিআই জানিয়েছে পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রে এই অভিযান। রাজ্যের নয়জন নেতা ও মন্ত্রীর বাড়ি-সহ ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। রাজ্যের মন্ত্রী. সাবেক মন্ত্রী, পুরপ্রধান, সাবেক পুরপ্রধানদের বাড়িতে তল্লাশি করেছে সিবিআই।
ফিরহাদ হাকিমের বাড়িতে
ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র। রোববার সকাল সাড়ে আটটা নাগাদ তার চেতলার বাড়িতে চলে যান সিবিআই আধিকারিকরা। তল্লাশি চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। আধিকারিকরা বাড়ির ভিতরে ঢোকার পরেই কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে। কাউকেই ভিতরে ঢুকতে দেয়া হয়নি।
মেয়ে প্রিয়দর্শিনীও কিছুক্ষণ বাইরে
ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকেও কিছুক্ষণ বাইরে থাকতে হয়। তাকে প্রথমে ঢুকতে দেয়া হয়নি। তা নিয়ে প্রিয়দর্শিনী রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের কথা-কাটাকাটি হয়। সামাজিক মাধ্যমেও সোচ্চার হন প্রিয়দর্শিনী।
ফিরহাদের বক্তব্য
কলকাতার মেয়র ও রাজ্য়ের মন্ত্রী ফিরহাদের প্রশ্ন, ''কেন আমাকে এভাবে হেনস্থা করা হবে? কেন আমার পুরো পরিবারকে এইভাবে হেনস্থার মুখে ফেলা হবে? আমি সমাজসেবা করি, এটাই কি আমার অপরাধ? ''
মদন মিত্রর বাড়িতে
সাবেক মন্ত্রী মদন মিত্রের ভবানীপুর ও দক্ষিণেশ্বরের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। সকালে গিয়ে তারা দুপুরের মধ্যে তল্লাশি শেষ করে। দুই জায়গাতেই সিবিআইয়ের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।
মদন মিত্র যা বললেন
তল্লাশি শেষ হওয়ার পর মদন মিত্রকে ফুরফুরে মেজাজেই দেখা যায়। তিনি বলেছেন, ''আমি মদন মিত্র। বুক ফুলিয়ে বলেছি, ছেলেমেয়েদের সাহায্য করব। যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন, তাহলে গঙ্গার জলে ঝাঁপ দেব।''
বাকি যাদের বাড়িতে তল্লাশি
সিবিআই কাঁচরাপাড়া, হালিশহর, ব্যারাকপুর, দমদম, উত্তর দমদম, টাকি, কামারহাটিতে তল্লাশি চালায়। এছাড়া সিবিআই কাঁচরাপাড়া, হালিশহর, উত্তর দমদম, নিউ ব্যারাকপুরের সাবেক পুরপ্রধানদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে।
সিপিএম যা বলছে
রাজ্য়ের সাবেক বিরোধী নেতা ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রশ্ন, ''এটা কি তদন্ত নাকি আইওয়াশ? এটা নিয়ে সন্দেহ নেই, ভয়াবহ দুর্নীতি হয়েছে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তদন্তকে ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে। আমরা দাবি করছি, ঠিকভাবে তদন্ত করতে হবে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।''
নওসাদ সিদ্দিকির দাবি
আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকির দাবি, ''তদন্ত খুবই ধীর গতিতে চলছে। আমাদের দাবি এটাই যে তদন্ত দ্রুত শেষ হোক। দুর্নীতিবাজরা শাস্তি পাক। যারা দুর্নীতি করে পুরসভায় চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল করা হোক।''
বিজেপি-র প্রতিক্রিয়া
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ''সিবিআই কার বাড়িতে কেন গিয়েছে, তা আমরা জানি না। তারা আদালতের নির্দেশে তদন্ত করছে।'' রাজ্য সম্পাদক উমেশ রায় বলেছেন, ''তারপরেও এর সঙ্গে বিজেপি-র নাম জড়ানো হচ্ছে। তৃণমূল এভাবেই মানুষকে বিভ্রান্ত করছে।''
তৃণমূল যা বলেছে
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভের ফলে বিজেপির উপর চাপ বাড়ছে। তাই তারা সেদিক থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে। তারা এই কাজে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে ব্যবহার করছে।''