রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
১ জুন ২০২২এ দুর্ঘটনাটি বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর রেলগেইট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘটে বলে কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান৷
থাকা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার আর অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়৷ তিনজন স্পটেই মারা গেছে৷
‘‘আমরা চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলাম৷ সেখানে আরও তিনজন মারা গেছে৷ বাকি একজন সেখানে ভর্তি আছে৷’’
নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মোতালেব মণ্ডলের স্ত্রী মসিরন বিবি (৬০), তার বড় মেয়ে মরিয়ম (৪০), ছোট মেয়ে শিলা (২৫), শিলার ছেলে নয়ন মিয়া (৮) ও ইউসুফ আলী (০৫) এবং অটোরিকশাচালক নাসির (৩২) ৷
ওসি নাজমুল হাসান বলেন, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী৷ এদের মধ্যে পাঁচজন একই পরিবারের; অন্যজন অটোরিকশার চালক৷
ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)