যেভাবে ‘বন্ধু’ থেকে পরস্পরের ‘শত্রু’ হলো ইসরায়েল ও ইরান
মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধ বৈরি সম্পর্কেরই পরিষ্কার বহিঃপ্রকাশ৷ কিন্তু দেশ দুটোর সম্পর্ক কি সবসময় এমন ছিল? জেনে নিন ছবিঘরে...
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৮ সালের ১৪ মে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল৷ নতুন রাষ্ট্রটির প্রতিবেশী হয়ে ওঠে ফিলিস্তিন ভূখণ্ড, মিশর, জর্ডান, সিরিয়া এবং লেবানন৷ বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নতুন রাষ্ট্র ইসরায়েলের বিষয়ে আরব বিশ্বের দেশগুলোর মধ্যে ছিল দ্বিধা-দ্বন্দ্ব৷ ৭ দশক পরেও অনেক আরব রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের বিষয়ে সেই ‘সংকট’ রয়ে গেছে৷
তখনকার ইরান
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে ইরানের মসনদে ছিলেন দেশটির শাহ বংশের সবশেষ শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভি৷ বাবা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়, ১৯৪১ সালে মাত্র ২২ বছর বয়সে ক্ষমতায় আসেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত রেজা শাহ৷ সেই থেকে ইরানের ইসলামি বিপ্লব পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি৷
ইসরায়েলকে স্বীকৃতি
মধ্যপ্রাচ্যে নতুন গঠিত সার্বভৌম রাষ্ট্র ইসলায়েলের তখন আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন৷ সেই সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ইরান৷ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরানের শাহ সরকার৷
বন্ধুত্বের শুরু
স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে পার্সিয়ান সভ্যতার দেশ ইরান আর নতুন জন্ম নেওয়া ইসরায়েলের হাতে হাত রেখে পথচলা শুরু হয়৷ এমন সম্পর্কের মধ্যে দিয়ে দুই রাষ্ট্রই নিজ নিজ সুবিধা আদায় করে নিতে চেয়েছে৷ ইসরায়েল চেয়েছে, এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আর ইরান চেয়েছে এর মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়ন করতে৷
পারস্পরিক সহযোগিতা
নতুন জন্ম নেওয়া ইসরায়েলের তখন জ্বালানি নিরাপত্তাও প্রয়োজন৷ তেলসমৃদ্ধ ইরান নতুন দেশটিকে জ্বালানি সরবরাহে এগিয়ে আসে৷ বিনিময়ে ইরানের নিরাপত্তাবাহিনী গঠন এবং এর আধুনিকায়নে সহযোগিতা করে ইসরায়েল৷ বলা হয়ে থাকে, রেজা শাহ পাহলভির আমলে ইরানের আর্মড ফোর্সেস তৈরিতে সহযোগিতা করে ইসরায়েল৷ তাছাড়া দুদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্যও বাড়তে থাকে৷
ইরানে ইহুদি সম্প্রদায়
পরিসংখ্যান বলছে, এক সময় ইরানে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন৷ ইরানে ইসলামি বিপ্লবের পর এই সংখ্যা কমতে থাকে৷ তবে এখনো দেশটিতে প্রায় ২০ হাজার ইহুদি বাস করেন৷
ইরানের ইসলামি বিপ্লব এবং সম্পর্কে ভিন্ন মোড়
১৯৭৯ সালে ইরানের বিল্পবের মাধ্যমে মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হলে ইরানের দায়িত্বে আসেন আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনি৷ এরপর থেকেই ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিতে থাকে৷ ইসরায়েল রাষ্ট্রকে এই অঞ্চলের জন্য হুমকি মনে করে ইরানের নতুন নেতৃত্ব৷ এমনকি ইসরায়েলকে মুছে ফেলার হুমকিও দেয় তারা৷ সেইসাথে ফিলিস্তিন ভূখণ্ডের বিষয়ে ইসরায়েলের অবস্থানের তীব্র সমালোচনা করে ইরান৷
ইরানের প্রক্সি গ্রুপ
এরমধ্যে নিজেদের ইসরায়েলবিরোধী অবস্থান শক্তিশালী করতে থাকে ইরানের নতুন নেতৃ্ত্ব৷ অভিযোগ আছে, ইসরায়েলের প্রভাব ঠেকাতে আশির দশকের পর প্রতিবেশী দেশগুলোতে বেশকিছু জঙ্গিগোষ্ঠি তৈরি করে ইরান৷ এরমধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনে হুতি গোষ্ঠী৷ এই গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সরবরাহ করে ইরান৷ এমন অভিযোগের পর ইসরাযেল-ইরান সম্পর্ক চরম অবনতির দিকে যায়৷
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের প্রতিক্রিয়া
১৯৬৮ সালে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে সাক্ষর করলেও ইসলামি বিপ্লবের পর থেকে গোপনে পরমাণু সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ এই পরমাণু কর্মসূচি ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে- এই আশঙ্কা থেকে এর বিরোধিতা করে আসছে ইসরায়েল৷ ১৩ জুন ইরানে হামলা চালানো তারই চূড়ান্ত পরিণতি৷ ইসরায়েলের দাবি, পারমাণবিক বোমা তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে অবস্থান করছে ইরান৷
ইরানের আঞ্চলিক সহযোগীদের ওপর হামলা
দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে করে আসছে ইসরায়েল৷ প্রতিবেশী দেশগুলোতে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগেও ইরানের সঙ্গে বৈরি সম্পর্ক ইসরায়েলর৷ এর প্রতিক্রিয়ায় ২০১৯ সালে সিরিয়া, লেবানন এবং ইরাকে হামলা করে ইসরায়েল৷ ইসরায়েলের দাবি জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে ইরানের অস্ত্র সরবরাহ বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে৷
সেনাপ্রধান, বিজ্ঞানী হত্যা
২০১৯ সালে ইরাক সফরকালে গুপ্ত হামলায় নিহত হন ইরানের সেইসময়ের সেনাপ্রধান কাসেম সোলাইমানি৷ এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলেকে দায়ী করে ইরান৷ ২০২২ সালে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ ছাড়াও ইরানের এক প্রকৌশলী এবং এক ভূতত্ত্ববিদ হত্যার পেছনেও ইসরায়েল দায়ী বলে ইরানের অভিযোগ৷ এসকল হত্যাকাণ্ডের কোনো কোনোটিতে নিজেদের ভূমিকার কথা পরবর্তীতে স্বীকার করে ইসরায়েল৷
সাগরে ছায়াযুদ্ধ
সাগরেও পরোক্ষভাবে সংঘর্ষে জড়িয়েছে ইরান এবং ইসরায়েল৷ ২০২১ সালে ভূমধ্যসাগরে ইসরায়েল উপকূল থেকে ৫০ মাইল দূরে থাকা এক ইরানি জাহাজে বিস্ফোরণ ঘটে৷ এ ঘটনার পেছনে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ আনে ইরান৷ পরবর্তীতে ওমান উপকূল থেকে রওয়ানা দিয়ে আরব সাগরে আসা এক জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে ইসরায়েল৷ ২০১৯ সাল থেকেই লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে ইরানের তেল ও অস্ত্রবাহী জাহাজে হামলা করে আসছিল ইসরায়েল৷
৭ অক্টোবর, ২০২৪ হামাসের হামলা
২০২৪ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার পেছনেও ইরানের উসকানি রয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল৷ এই অভিযোগ অবশ্য বরাবরাই অস্বীকার করে আসছে ইরান৷ হামাসের হামলায় ইসরায়েলে ১২শ মানুষ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েল৷ ইসরায়েলে এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজারের ফিলিস্তিনি নিহত হয়েছেন৷
আরআর/এসিবি (এপি, রয়টার্স, নিউইয়র্ক টাইমস, এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা)