সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী সাইদ আহমেদ রাজা বলেন, ‘‘ট্রাইব্যুনালে তদন্ত রিপোর্ট দাখিলের পর সেটা দেখে নিশ্চিত হওয়া যাবে কীভাবে তারা তদন্ত করেছেন৷ তবে আমি মনে করি, মামলাগুলোর এজাহারের মতো যেনতেন ভাবে যদি তদন্ত করা হয় তাহলে এখানে ন্যায়বিচার বিঘ্নিত হতে পারে৷ এখানে বাদি-আসামি সাবাই যেন মনে করেন তারা ন্যায় বিচার পাবেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে৷’’