বিজ্ঞাপন
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন আহমেদ রুবেল অবশ্য জানালেন বেশিরভাগ কারখানায় ৭ তারিখে বেতন দেয়া হয় এবং এ বছর ঈদ পড়েছে ৭ তারিখে৷ তাই ঈদের পরে অনেকে বেতন পরিশোধ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি৷ বলেন, ‘‘আসলে বোনাস প্রায় সব কারখানা দিয়েছে৷ আর বেতন অনেকে ৭ তারিখে দেয়৷ ফলে সেই বিবেচনায় অনেকে ঈদের পরে বেতন দেবে৷ তবে কিছু ইস্যু আছে৷ লে-অফ গার্মেন্টস আছে৷ দুইটি গার্মেন্টেস-এর মাালিক পালিয়ে গেছে৷ এইরকম চার-পাঁচটা কারখানা আছে৷ ওই সব কারখানায় সমস্যা আছে৷ যেখানে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয় আছে সেখানে সরকার নেবে৷''
বেতন বোনাস পরিশোধ পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, ‘‘রপ্তানি বাড়া মানে আমাদের আয় বেড়েছে এমনটা নয়৷ অনেকেই লোকসান দিয়ে চালাচ্ছেন৷ আসলে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সুবিধা, ব্যাংক ঋণ ও পলিসি সাপোর্ট প্রয়োজন৷''