সিটিই বা ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি এমন এক রোগ যার কারণে মস্তিস্ক অকার্যকর হয়ে যেতে পারে৷ স্মৃতিবিভ্রম ও বিষন্নতাসহ, দুঃসহ যন্ত্রণায় ভুগতে পারেন আক্রান্তরা৷ কিন্তু এই রোগ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায় কেবল মৃত্যুর পরে, ময়না তদন্তের মাধ্যমে৷ রোগটির কারণ কী, কীভাবে এর থেকে রেহাই পাওয়া যায়- জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷