মোদী-রাজ্য গুজরাটে সেতু ভেঙে মৃত ১৩৪
গুজরাটের মোরবিতে ভেঙে পড়েছে ১৪০ বছর পুরনো সেতু। মৃত ১৩৪ জন। ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।
কীভাবে হলো?
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ব্রিজের উপর প্রায় চারশ মানুষ ছিলেন। ভিড়ের চাপ সম্ভবত নিতে পারেনি ওই সেতু। কিছু মানুষ ছোটাছুটিও করছিলেন। দেওয়ালির পরের রোববার। ফলে অনেকেই বাড়ি এসেছিলেন। আর এই সেতুটিই ছিল আকর্ষণের কেন্দ্র।
মেরামতির পর খুলেছিল
সাতমাস ধরে ব্রিজের মেরামতি চলছিল। সম্প্রতি মেরামতি শেষ করে সেতুটি গত ২৬ অক্টোবর খুলে দেয়া হয়। পুরসভার প্রধান জানিয়েছেন, খোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নেয়া হয়নি। সরকারি টেন্ডার পেয়ে একটি বেসরকারি সংস্থা সেতুর মেরামতি করেছিল। অভিযোগ, দুর্ঘটনার পর দায় এড়ানোর চেষ্টা শুরু হয়ে গেছে।
ভয়ংকর পরিস্থিতি
সেতুটি ভেঙে পড়ার পর শতাধিক মানুষ জলে পড়ে যান। কিছু মানুষ দড়ি ধরে ঝুলতে থাকেন। কেউ সেতু থেকে লাফিয়ে সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করেন। তীর থেকে অনেকে জলে ঝাঁপ দেন ডুবতে থাকা মানুষদের উদ্ধারের জন্য।
সেতুতে থাকা মানুষের বক্তব্য
সেই সময় সেতুতে থাকা একজনের বক্তব্য, প্রচুর মানুষ সেতুতে চড়েছিলেন। হঠাৎই সেতু ভেঙে পড়ে। তিনি আহত হয়েছেন। তবে আঘাত খুব গুরুতর নয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেতু ভেঙে মানুষ নদীতে পড়েন। তারা একে অপরের উপর পড়েন বলে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
মোদীর রোড শো বাতিল
গুজরাটে ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের কথা। তাই প্রচার এখন তুঙ্গে। এই অবস্থায় সেতু ভেঙে পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তার প্রস্তাবিত রোড শো বাতিল করেছেন। তিনি নিহতদের পরিবরাকে দুই লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী রাতেই ঘটনাস্থলে গেছেন। বিরোধীরা ঘটনার জন্য সরকারের দিকে আঙুল তুলেছে।