মেয়েদের এগিয়ে যাওয়ার আহ্বান জেনিফার লোপেজের
১৬ নভেম্বর ২০২০বিজ্ঞাপন
‘‘আপনি যেখান থেকেই আসেন না কেন, গায়ের রং যেমনই হোক, যে বয়সেরই আপনি হয়ে থাকেন , সেটা বড় কথা নয় ৷ নিজেকে নিয়ে গর্বিত হতে হবে,’’ এভাবেই তিনি সকল মেয়েকে এগিয়ে যেতে উৎসাহিত করলেন৷ সেলিব্রিটি পোর্টাল পিপল আয়োজিত অনুষ্ঠানে জেনিফার লোপেজ বর্ষসেরা আইকন নির্বাচিত হয়েছেন, সেখানেই ৫১ বছর বয়সি জনপ্রিয় এই শিল্পী মেয়েদের উদ্দেশে বলেন, ‘‘আপনি কী চান, সেটা মনে রাখতে হবে, কাজকে বেশি গুরুত্ব দিতে হবে তবেই এগিয়ে যাওয়া সম্ভব৷’’
বাবা-মার সাথে পুয়ের্তোরিকো থেকে নিউ ইয়র্কে আসেন জেনিফার লোপেজ৷ অভিনয় জগতে এসে তিনি যৌন হেনস্থার শিকারও হয়েছেন৷ কাজের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজও করেন এই লাতিন কন্যা৷
এনএস/কেএম (ডিপিএ)