মিউনিখ বিমানবন্দরে ধর্মঘট, বাতিলের শঙ্কায় ১৬০০ ফ্লাইট
২৬ ফেব্রুয়ারি ২০২৫এ ধর্মঘটে ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আনুমানিক এক হাজার ৬০০ ফ্লাইট বাতিল করতে হতে পারে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হতে যাওয়া এই কর্মবিরতিতে ৪৮ ঘণ্টা মিউনিখ বিমানবন্দরের যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। মঙ্গলবার দুদিনব্যাপী ধর্মঘট ঘোষণা করার পর মিউনিখ বিমানবন্দর থেকে বৃহস্পতি ও শুক্রবারের তালিকাভুক্ত সকল ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে।
এ সপ্তাহের শুরুতে ভ্যার্ডি কোলন-বন ও ডুসেলডর্ফ বিমানবন্দরেও কর্মবিরতি পালন করেছে। বিমানবন্দরের কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের পাশাপাশি, ৮ শতাংশ বেতন বৃদ্ধি ও অতিরিক্ত তিনদিন বেতনসহ ছুটির দাবি জানিয়ে আসছে ভ্যার্ডি। মঙ্গলবার দুপক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ট্রেড ইউনিয়নের ডাকা দুইদিনের ধর্মঘটে তাদের প্রায় এক হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হতে পারে। যাত্রীদের তাদের সংশ্লিষ্ট ফ্লাইট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মিউনিখ বিমানবন্দরটি জার্মানির অন্যতম ব্যস্ত বিমানবন্দর। বিশেষ করে জার্মানির রাষ্ট্রীয় পতাকাবাহী লুফটহানসা এয়ারলাইন্সের কেন্দ্র হিসেবে এই বিমানবন্দরটি ব্যবহার করা হয়।
ফেলিক্স টামসুট/এসএইচ