সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “দুদকের যে আইন তাতে অনুসন্ধান, তদন্ত, মামলা, চার্জশিট, এতে বেশ সময় লাগে৷ দুই-তিন বছরও লেগে যায়৷ আবার দুদদ নানা কারণে ঝুলিয়ে রাখে৷ এখন আমরা শেখ হাসিনা ও তার মন্ত্রী আমলাদের বিরুদ্ধে কিছু মামলা দ্রুত হতে দেখছি৷ এখানে হয়তো রাজনৈতিক কারণে গতি বেশি৷’ তবে দুদকের যে জনবল তা দিয়ে তারা কতটা করতে পারবে সন্দেহ আছে৷’’
তিনি জানান, দুর্নীতির মামলা প্রমাণ করতে তথ্য, ডকুমেন্ট লাগে৷ অর্থ পাচার হলে তারও সঠিক ডকুমেন্ট লাগে৷ ‘‘তাই মামলা হলেই যে আদালতে প্রমাণ করা যাবে তা নয়৷ কিন্তু আন্তরিক হলে সম্ভব,” বলেন তিনি৷