মান্না, সন্ধ্যা-সহ আট বিশিষ্টজন পাচ্ছেন ‘বঙ্গশ্রী' সম্মাননা
১২ জুলাই ২০১১রেলমন্ত্রী থাকাকালীন উত্তমকুমার-সহ বিভিন্ন বঙ্গজ ‘আইকন'-এর নামে স্টেশনের নামকরণ করে নিজের সংস্কৃতিমনস্কতার চিহ্ন রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর সেই ধারার আরো বিস্তৃতি ঘটাতে যাচ্ছেন৷
মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়াও সম্মান প্রাপকের তালিকায় আরো রয়েছেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী, অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়, গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অমলাশঙ্কর ও প্রবীণ লেখিকা মহাশ্বেতা দেবী৷
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এঁরা প্রত্যেকে বাংলা তো বটেই, বাংলার বাইরে গোটা দেশে এবং দুনিয়ায় এ রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন৷ কিন্তু কখনও সরকারের তরফে তাঁদের যোগ্য সম্মান দেওয়া হয়নি৷ সেই জন্যই এই মা-মাটি-মানুষের সরকার ওঁদের সম্মান জানানোয় উদ্যোগী হচ্ছে৷''
তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রের অবশ্য খবর, প্রথম দফায় আট জন বিশিষ্টজনকে ‘বঙ্গশ্রী' খেতাবে ভূষিত করা হলেও পরে বিভিন্ন পর্যায়ে বাংলার সংস্কৃতি জগতের অন্যান্য নামী ব্যক্তিত্বকে ওই সম্মান দেওয়া হবে৷ তাঁদের মধ্যে থাকবেন সিনেমার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে চিত্রকর, উচ্চাঙ্গ সংগীত শিল্পীরা৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক