মানবিক করিডোরের আলোচনায় জাতিসংঘ নেই: গোয়েন লুইস
৪ জুন ২০২৫জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ যোগ দেন গোয়েন লুইস৷ স্থানীয় পত্রপত্রিকাগুলো বলছে, তিনি এ সময় রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে জাতিসংঘের সম্পৃক্ততা অস্বীকার করেন৷ গোয়েন বলেন, ‘‘যেকোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যেকোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই৷ এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে৷ কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডর নেই৷ আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনায়ও নেই৷’’
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী তিনি আরো বলেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়৷ এক্ষেত্রে দু’টি সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার ও মিয়ানমার সরকার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে৷ যদি এখানে কোনো চুক্তি হয়, তবে জাতিসংঘ সহায়তা করতে পারে৷ আমি যত দূর বুঝতে পারছি—এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি৷
গোয়েন লুইস বসেন, এটি (করিডোর) দুই সরকারের বিষয়৷ এটি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করতে পারে৷ রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ৷ সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত৷ মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআরের মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল৷ এটি চালু রয়েছে৷ কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে৷
রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে পড়ছে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী৷
জেডএ/এসিবি (প্রথম আলো)