মহারাষ্ট্রের হাসপাতালে ১৬ সদ্যোজাত-সহ মৃত ৩১
৪ অক্টোবর ২০২৩সোমবার এখানে ২৪ জন মারা গেছিলেন। মঙ্গলবার মারা গেছেন সাতজন। দুইদিনে ৩১ জন মারা যাওয়ার পর এই হাসপাতাল ও তার অব্যবস্থা নিয়ে প্রবল হইচই হচ্ছে।
এই হাসপাতালে ভর্তি ৭১ জনের অবস্থা সংকটজনক।
অভিযোগ, এই হাসপাতালে কর্মী সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত ওষুধও পাওয়া যাচ্ছে না।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রে সব সরকারি হাসপাতাল একটি নির্দিষ্ট ইনস্টিটিউট থেকে ওষুধ কেনে। সেখান থেকে ওষুধ পাওয়া যায়নি।
মুক্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। তাদের রিপোর্ট পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিরোধীদের দাবি, রাজ্য সরকারকে এই মৃত্যুর দায় নিতে হবে। দুই মাস আগেই থানেতে ছত্রপতি শিবাজি হাসপাতালে একদিনে ১৮জন রোগীর মৃত্যু হয়েছে। এবার নানদেদে হলো। এরকম চলতে পারে না।
হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের বাচ্চার বাবা এনডিটিভি-কে জানিয়েছেন, তার বাচ্চা এই হাসপাতালে সাতদিন ধরে ভর্তি আছে। তার হৃদযন্ত্রের কিছু সমস্যা আছে। কিন্তু এই হাসপাতালে এসে তারা জানতে পারেন, বাচ্চার নিউমোনিয়া হয়েছে। কিন্তু এই হাসপাতালে পর্যাপ্ত ওযুধ নেই। কর্মীদের ব্যবহার ও আচরণ খুব খারাপ। তারা এখন মুম্বই গিয়ে মেয়েকে দেখাতে চান।
তিনি জানিয়েছেন, হাসপাতালের ঘর তাদেরই মুছতে হয়। হাসপাতাল থেকে ওষুধ পাওয়া য়ায় না। সব ওষুধ বাইরে থেকে আনতে হয়। নার্সরা ইঞ্জেকশন দেয় না। তাদেরই এই কাজ করতে হয়। হাসপাতালে কোনো যন্ত্র কাজ করে না। বাথরুমে অকথ্য নোংরা। সেখানে পচা খাবার ফেলা হয়।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডিটিভি)