মমতা-স্ট্যালিন বৈঠক চেন্নাইয়ে
২ নভেম্বর ২০২২পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখন লা গণেশন। তার আমন্ত্রণেই বুধবার দুপুরে বিশেষ চার্টার্ড ফ্লাইটে চেন্নাই যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যপালের এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কিন্তু তার আগে, বুধবার বিকেলেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলে যা নিয়ে আগ্রহ যথেষ্ট।
২০২৪ সালের লোকসভা ভোট নিয়ে সমস্ত দলই প্রস্তুতি নিতে শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী 'ভারত জোড়ো' যাত্রা শুরু করেছেন। বিজেপিও লোকসভার প্রস্তুতি নিচ্ছে। তার আগে গুজরাটের গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। কিছুদিন আগেও তৃণমূল বিরোধী শক্তিগুলিকে নিয়ে একটি বিরোধী জোট তৈরির চেষ্টা করেছিল। উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচনের সময় তৃণমূলের সেই ডাকে বিরোধী দলগুলি প্রাথমিকভাবে সাড়া দিলেও শেষ পর্যন্ত তা সেভাবে দানা বাঁধেনি। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ দল ডিএমকে। সেই ডিএমকে-এর নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগে একমঞ্চে একাধিক বার এসেছেন। এদিনের বৈঠকে লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে দুই নেতার আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।
বুধবার বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্যপালের অনুষ্ঠানে যোগ দিয়ে ওই দিনই বিকেলে কলকাতায় ফিরে আসার কথা মমতার।
রাজনৈতিক বিশ্লেষক আশিস গুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিরোধী জোট তৈরির চেষ্টা করেছেন। কিন্তু কখনোই তা সেভাবে বাস্তবায়িত হয়নি। এবারেও হবে, এমন মনে করার কারণ নেই।'' আশিসের বক্তব্য, কংগ্রেস বিরোধী জোটে থাকলে চালকের আসনে বসতে চাইবে। আঞ্চলিক দলগুলিও চেষ্টা করবে নিজেদের স্বার্থ রক্ষা করে বিরোধী জোটে গুরুত্বপূর্ণ জায়গা পেতে। একারণেই বিরোধী জোট কখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারে না। এবারে তারা ঐক্যমত্যে পৌঁছাবে, এমন কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না।
এসজি/জিএইচ (পিটিআই)