ভয়াবহ আগুন সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে
৩ জানুয়ারি ২০২২রোববার আগুন লাগে সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে। আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। পার্লামেন্ট চত্বর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনে ভেঙে পড়েছে পার্লামেন্ট ভবনের ছাদের একাংশ।
পুলিশ জানিয়েছে, রোববার ভোররাতে প্রথম আগুন লাগে পার্লামেন্ট ভবনের তিনতলায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে জিমে। ৭০ জন দমকলকর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ভেঙে পড়েছে ছাদের একাংশ।
ভোরবেলায় ঘটনাটি ঘটায় আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই ভোরে পার্লামেন্ট চত্বরথেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু কেন আগুন লাগানো হলো, তা এখনো জানানো হয়নি। পার্লামেন্টের স্পিকারও পরিকল্পিতভাবে আগুন লাগানোর কথা বলেছেন।
যে ভবনে আগুন লাগে তার সামনেই ন্যাশনাল অ্যাসেম্বলি। দমকলকর্মীরা জানিয়েছেন, ওই ভবনের কোনো ক্ষতি হয়নি।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)