ভোটের পর সহিংসতা পশ্চিমবঙ্গে, মৃত এক
৩ জুন ২০২৪শনিবার রাতে নদিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। ব্যারাকপুর ও সন্দেশখালিতেও অশান্তি হয়েছে।
নদীয়ার কালীগঞ্জের পচা চাঁদপুরে ৩৫ বছর বয়সি হাফিজুর শেখ শনিবার বাড়ির কাছেই খুন হন। হাফিজুরকে তাদের কর্মী বলে দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূল এই খুনের পিছনে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তমকুমার ঘোষ জানিয়েছেন, ‘‘এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।''
ভাটপাড়া ও নৈহাটিতে রাতে সমানে বোমা পড়েছে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কুর বাড়ির পাশের মাঠে বোমা রেখে যায় এক বাইক আরোহী। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই পুলিশে খবর দেয়া হয়।
তাপস রায়ের এক নির্বাচনী এজেন্টকেও মারধর করার অভিযোগ উঠেছে। রমেশ সাউ বেলেঘাটার একটি বুথে তাপস রায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। তাকে শনিবার গভীর রাতে ধাপা এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয়। 'বুথে বসার অপরাধে' তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
তৃণমূল কাউন্সিলার জীবন সাহা বলেছেন, ''এই অভিযোগ ভিত্তিহীন। ভোটের সময় কিছু হলো না, এখন মারধর হবে, এটা বিশ্বাসযোগ্য নয়।''
বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ বলেছেন, ''তৃণমূল এই কাজ করেছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।''
বিজেপি-র অভিযোগ, বেলেঘাটা এলাকায় তাদের এক নারী বুথ এজেন্টের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আতঙ্কিত কর্মীরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন।
জিএইচ/এসজি(আনন্দবাজার, টিভি৯)