ভূমিকম্প শুধু সর্বনাশ করেনা, উপহারও দেয়
১৮ মার্চ ২০১৩অস্ট্রেলিয়ার একদল গবেষক অনেকদিন ধরে কাজ করছেন ভূমিকম্প নিয়ে৷ ভূমিকম্প মানেই তো সর্বনাশ, কিন্তু বিষয়টির একেবারে গভীরে যেতে যেতে তাঁরা জানতে পেরেছেন, ভূমিকম্পের ফলে মানুষের উপকারও হয়৷ যাঁরা বেঁচে যান তাঁদের মধ্যে কেউ কেউ, বা যে দেশে ভূমিকম্প হলো সেই দেশের রাতারাতিই ফিরে যেতে পারে কপাল৷ ভূমিকম্পস্থল যদি সোনার খনি হয়ে যায়, কপাল ফিরবেনা, বলুন!
তবে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার'-এ প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, এ সোনার জন্য অপেক্ষা করতে হতে পারে এক লক্ষ বছর! তাঁরা দেখেছেন বিশ্বের অনেক পরিচিত সোনার খনিই আসলে ভূমিকম্পের ফসল৷ কোনো কোনো খনি তৈরিতে নাকি তিনশ কোটি বছরও লেগেছে৷ তা ভূমিকম্প তো কারো জন্যই কাম্য নয়৷ শত শত মানুষ মরবে আর তার মাঝে কেউ সোনা পাওয়ার আশায় বসে থাকবে, এমনতো বাস্তব জীবনে হয়না৷ এমন কেউ যদি থেকেও থাকেন, তাঁকে জানিয়ে রাখি, বিজ্ঞানীরা বলেছেন একবারের ভূমিকম্পে সোনা পাওয়ার আশা বৃথা৷ তাঁরা বলছেন ১০০ টন সোনা হতে নাকি কমপক্ষে ১ লক্ষ বছর লাগবে!
এসিবি/এসবি (এএফপি)