ভূমিকম্প কাঁপলো ইস্তাম্বুল, আহত ১৫১
২৪ এপ্রিল ২০২৫এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ১৫১ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়ে আহত হয়েছেন মানুষ। তারা আরো জানিয়েছেন, "আহতদের চিকিৎসা চলছে। কেউই গুরুতর আহত হননি।"
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্প পৃথিবী-পৃষ্ঠের কাছাকাছি, ১০ কিমির মধ্যে হয়েছে।
ভূমিকম্প সম্পর্কে আর যা জানা যাচ্ছে?
ইস্তাম্বুলের ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে মারমারা সমুদ্রে এই কম্পনের উৎস হলেও ইস্তাম্বুলে এর ভালোই প্রভাব পড়েছে। ডিডাব্লিউর প্রতিনিধি জুলিয়া হান জানিয়েছেন এই কম্পনের পর শহরের বাসিন্দারা হতভম্ব এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, "মানুষরা নিজেদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের এই ভয় পাওয়া স্বাভাবিক। কারণ, তুরস্ক পৃথিবীর ভূমিকম্প-প্রবণ দেশগুলির একটি। ১৯৯৯ সালে একটি তীব্র কম্পনে কেঁপে উঠেছিল ইস্তাম্বুল। ২০২৩-এর দুটি তীব্র ভূমিকম্পে তুরস্কের দক্ষিণপূর্ব বিস্তীর্ণ অঞ্চল সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে সেই স্মৃতি এখনো তাজা।"
ছুটির দিনে ভূমিকম্প
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান এই ভূমিকম্প স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ৪৯ মিনিটে শুরু হয় এবং ১৩ সেকেন্ড স্থায়ী হয়। এর পর ৫০টির মতো আফটারশক হয়।
এদিন তুরস্কে ছুটি ছিল। শিশুরা স্কুলে যায়নি। সাধারণ মানুষরাও রাস্তায় ছুটি উদযাপন করছিলেন।
প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান বলেন, "সৌভাগ্যবশত আর কোনো সমস্যা নেই। ঈশ্বর আমাদের দেশকে সমস্ত বিপর্যয় থেকে রক্ষা করুন।"
ইস্তাম্বুলের আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)