পছন্দের দেশের ভিসা মিলবে কি? ক্যানাডা, ইউএস, ইউকেসহ বহু দেশ কঠিন করছে তাদের ভিসা নীতি৷ ২০২৪ সালে প্রায় ২৩ লক্ষ ভিসার আবেদন খারিজ করে ক্যানাডা৷ এই উদ্বেগ কাটাতে বিচিত্র এক পন্থার দ্বারস্থ হয়েছে ভারতের অনেকেই৷ পছন্দের দেশের নাম লিখে পুজো দিচ্ছেন নয়াদিল্লির এই হনুমান মন্দিরে, বলা হচ্ছে এটি একটি ‘ভিসা মন্দির’৷