ভারতের উত্তর-পূর্বে বন্যায় মৃত অন্তত ৪০, ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ মানুষ
ভারতের উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসে গত পাঁচদিনে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় দশ লাখের কাছাকাছি ক্ষতিগ্রস্ত। এখনো বন্ধ হয়নি বৃষ্টিপাত। বিপদ সীমার উপর দিয়ে বইছে অধিকাংশ নদী।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতে গত পাঁচদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। উত্তর-পূর্ব ভারতে পাহাড়ি এলাকায় ভূমিধসে অনেকেই প্রাণ হারিয়েছেন। সরকারি হিসেব অনুযায়ী গত পাঁচদিনে অন্তত ৩৬ জন মারা গেছেন। তবে বেসরকারি সূত্রের দাবি, মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। প্রায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।
শিলচরের অবস্থা
শিলচর শহরের মালিনী বিল এলাকায় অন্তত দশ হাজার মানুষ বন্যার কবলে। অনেকেই আশ্রয় শিবিরে চলে গেছেন। কেউ কেউ নৌকার সাহায্যে চলাফেরা করছেন।
কাছাড়ে রেল লাইন জলের তলায়
কাছাড় জেলার শাল চাপড়া এলাকায় রেল লাইন জলের তলায়। শিলচর-আগরতলা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে।
জলের তলায় জাতীয় সড়ক
কাছাড় জেলার চাপরা এলাকায় একটি জাতীয় সড়ক পুরোপুরি জলের তলায়। রাস্তায় আটকে গিয়েছে একটি গাড়ি এবং চালক একাই সেটি উদ্ধারের চেষ্টা করছেন।
বাড়িতে আটকে বহু মানুষ
বিভিন্ন মানুষ নিজেদের বাড়িতেই আটকা পড়েছেন। ১ জুন রাতে আসামের শিলচর শহরে ৪১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষ কৃত্রিম বন্যার কবলে পড়েছেন।
বিপদসীমার উপরে বরাকের জল
২০২২ সালে বরাক নদীর বাঁধ ভেঙে শিলচরে ঢুকে পড়েছিল বিপুল পরিমাণ জল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন লক্ষাধিক মানুষ। এবার শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকার সেই বাঁধ নতুন করে তৈরি করেছে সরকার। তবে সাধারণ মানুষের অভিযোগ, একেবারে মান্ধাতা আমলের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী বাঁধ সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকা খরচ হয়েছে।
ব্রহ্মপুত্র উপত্যকাও জলের তলায়
গুয়াহাটির বিভিন্ন বাড়িতে বন্যার জল ঢুকে পড়েছে। সাধারণ মানুষ আশ্রয় শিবিরে চলে যেতে বাধ্য হয়েছেন।
মণিপুরের পরিস্থিতি
মণিপুরের রাজধানী ইম্ফল শহরে অত্যধিক বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি। সেখানে হাজার হাজার মানুষ বন্যার কবলে। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। স্থানীয় পুলিশ এবং এনডিআরএফ-ও উদ্ধার কাজে যুক্ত হয়েছে।
আশ্রয় শিবিরের পরিস্থিতি
ঘরবাড়ি বন্যার কবলে, যাওয়ার জায়গা শুধুমাত্র সরকারের বানানো বিভিন্ন আশ্রয় শিবির। ক্যান্সারে আক্রান্ত এক নারী এভাবেই আশ্রয় শিবিরে রাত কাটাচ্ছেন। তিনি ডিডাব্লিউকে যন্ত্রণার কথা জানিয়েছেন।
স্কুল-কলেজ বন্ধ
বিদ্যালয় বন্ধ। স্কুল-কলেজগুলিতেই আশ্রয় শিবির তৈরি করা হয়েছে। তেমনই এক স্কুলে পাওয়া গেছে একটি ক্যারাম বোর্ড।
সেনা বাহিনী ৫০০ মানুষকে উদ্ধার করেছে
ভারতের সেনাবাহিনী উত্তর-পূর্বের প্রায় ৫০০ মানুষকে উদ্ধার করেছে। রোববার আসাম এবং অরুণাচল প্রদেশ সীমান্তে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার।
হাসপাতালে দুর্গতরা
দুর্গম এলাকা থেকে মানুষদের উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
মিজোরামের পরিস্থিতি
অত্যধিক বৃষ্টির ফলে মিজোরামের বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে এবং রাজ্যে এখন পর্যন্ত পাঁচ জন প্রাণ হারিয়েছেন। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। সেগুলি খুলে দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী।